॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥
নো য়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে মূল ভূখন্ডের যোগাযোগে নলচিরা চেয়ারম্যান ঘাট নৌ-রুটে আরেকটি সিট্রাক চালু করা হয়েছে। এতে যাত্রী ভোগান্তি অনেকটা কমবে বলে ধারণা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। শুক্রবার (৫ সেপ্টেম্বর) নলচিরা ঘাট থেকে সকাল সাড়ে নয়টায় চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে প্রথম ট্রিপের মাধ্যমে যাত্রা শুরু করে।দীর্ঘদিন ধরে একটি মাত্র সরকারি সিট্রাক থাকলেও তা সব সময় দুপাড়ের চলাচলকারী যাত্রীদের সেবা দেওয়া কঠিন হয়ে পড়ে। মানুষের সকাল বিকাল চলাচলের সুবিধার্থে বিআইডব্লিউটিসি থেকে আরো একটি সিট্রাক এ রুটে অনুমোদন দেওয়া হয়। আজ সেই সিট্রাকটি আমরা উদ্বোধন করলাম। আমরা আশা করছি মানুষের চলাচলের দুর্ভোগ কিছুটা লাঘব হবে।
এর আগে, বৃহস্পতিবার বিকালে নলচিরা ঘাটে এসটি ভাষা শহীদ সালাম সিট্রাকটির সার্ভিস দোয়া মাহফিলের মাধ্যম উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম ফজলুল হক খোকন, হাতিয়া থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, হরণী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইজারাদার প্রতিনিধি ডাক্তার জুয়েল সহ স্থানীয় উপকারভোগীরা।
ইজারাদারের প্রতিনিধি কাজী মো. রাকিব উদ্দিন জানান, হাতিয়ার সাথে মূলখন্ডের যোগাযোগের সহজ পথ হচ্ছে নলচিরা চেয়ারম্যানঘাট রুট। দীর্ঘদিন ধরে একটি মাত্র সরকারি সিট্রাক থাকলেও তা সব সময় দুপাড়ের চলাচলকারী যাত্রীদের সেবা দেওয়া কঠিন হয়ে পড়ে। মানুষের সকাল বিকাল চলাচলের সুবিধার্থে বিআইডব্লিউটিসি থেকে আরো একটি সিট্রাক এ রুটে অনুমোদন দেওয়া হয়। আজ সেই সিট্রাকটি আমরা উদ্বোধন করলাম। আমরা আশা করছি মানুষের চলাচলের দুর্ভোগ কিছুটা লাঘব হবে।
নতুন সংযুক্ত হওয়া এসটি ভাষা শহীদ সালাম সিট্রাক মাস্টার মন্টু সিকদার বলেন, গত ২৫ আগষ্ট বিআইডব্লিউটিসি থেকে সিট্রাকটি হাতিয়া নলচিরা ও চেয়ারম্যানঘাট নৌরুটে চলাচলের অনুমোদন দেওয়া হয়। এতে করে এ রুটে যাত্রীরা আরো ভালো সেবা পাবে। সি ট্রাকটির উদ্বোধনী অনুষ্ঠানে থাকা হাতিয়া থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, হাতিয়ার মানুষের নদী পথে চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। নতুন এ সিট্রাকটির কারণে এ সমস্যা কিছুটা উন্নতি হবে বরে আশা করছি। সময়ের প্রয়োজনে এ রুটে আরো অত্যাধুনিক নৌযান প্রয়োজন।