॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥
প দ্মা নদী ঢাই মাছ, এক ঢাই মাছ বিক্রি করে লাখপতি হয়ে গেছে জেলে জীবন হালদার।
১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে দৌলতদিয়া ফেরীঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বিশাল ঢাই মাছটি দৌলতদিয়ার মাছ বাজারের আড়তদার আনোয়ার হোসেন আনু খাঁর কাছ থেকে নিলামের মাধ্যমে কিনে নেন।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মানদীর অদূরে চরকর্ণেশন এলাকায় জেলে জীবন হালদারের জালে ধরা পড়েছে ২২ কেজি ৬শ গ্রাম ওজনের একটি বিশাল ঢাই মাছ। মাছটি বিক্রি করা হয়েছে এক লাখ তিন হাজার ৯৬০ টাকা।
১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে দৌলতদিয়া ফেরীঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বিশাল ঢাই মাছটি দৌলতদিয়ার মাছ বাজারের আড়তদার আনোয়ার হোসেন আনু খাঁর কাছ থেকে নিলামের মাধ্যমে কিনে নেন।
দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান সেখ বলেন, বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া টার্মিনালে মাছ বাজার থেকে নিলামের মাধ্যমে আনোয়ার খার আড়ৎ থেকে ২২ কেজি ৬শ গ্রাম ওজনের ঢাই মাছটি ৪ হাজার ৬শ টাকা কেজি দরে মোট এক লাখ তিন হাজার ৯৬০ টাকায় কিনে নিয়েছি।
পরে মোবাইল ফোনের মাধ্যমে সিঙ্গাপুর প্রবাসী নিকট ৪৮০০ টাকা কেজি দরে মোট এক লক্ষ নয় হাজার টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি। মাছটি ক্যাশঅন ডেলিভারিতে প্রবাসীর নারায়নগঞ্জের বাড়িতে পাঠিয়ে দিয়েছি।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আনোয়ারুল ইসলাম পাইলট বলেন,পদ্মা নদীতে এরকম বড় ঢাই মাছ খুব একটা দেখা যায় না। তবে ইদানিং পদ্মা নদীতে মাঝে মধ্যে বড় বড় বিভিন্ন রকমের মাছ ধরা পড়ার খবর পাচ্ছি। ঢাই মাছ মিঠা পানির সুস্বাদু মাছ।
 global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
				 
		