॥ আশিকুর রহমান, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সি রাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভ্যান, অটোরিকশা, সিএনজি ও মাইক্রো চালকদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, বেলকুচি থানা শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে মুকুন্দগাঁতী যাত্রী ছাউনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে মুকুন্দগাতি বাজারে ভ্যান, রিক্সা, সিএনজি বাস ও মাইক্রোবাসের জন্য আলাদা আলাদা স্ট্যান্ড স্থাপনের লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা মুফতী হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবী বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান-এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
মুফতী হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবী তার বক্তব্যে বলেন, মুকুন্দগাঁতী বাজার এলাকায় হাজারো যাত্রী প্রতিদিন ভ্যান, অটোরিকশা, সিএনজি ও মাইক্রো ব্যবহার করে যাতায়াত করেন। কিন্তু এখানে সুনির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় যানবাহন চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,আগামী ১মাস এর মধ্যে দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে (রাজশাহী বিভাগ)।কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, মুফতী হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মাওলানা মোঃ আব্দুস সামাদ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা শাখা, বীরমুক্তিযোদ্ধা গাজী আয়নুল হক, সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন, সিরাজগঞ্জ জেলা শাখা, মোঃ শহিদ আমিন, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা শাখা, মাওলানা মোঃ রেজাউল করিম, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বেলকুচি থানা শাখা।
সভাপতিত্ব করেন— মোঃ আছির উদ্দিন, সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন, বেলকুচি থানা শাখা। মানববন্ধন শেষে মুকুন্দগাতি বাজারে ভ্যান, রিক্সা, সিএনজি বাস ও মাইক্রোবাসের জন্য আলাদা আলাদা স্ট্যান্ড স্থাপনের লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা মুফতী হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবী বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান-এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।