॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি নাজপুর জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে জুন ২০২৫ এর নিয়োগে কোন রকম ঘুষ তদবির ছাড়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল পদে ৪২ জনের নাম ও ফলাফল ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে ৪২ জনের নাম ও চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোঃ মারুফাত হুসাইন।
বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর পুলিশ লাইন্স হলরুমে দিনাজপুর জেলায় নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা ও যোগ্যতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে ৪২ জনের নাম ও চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোঃ মারুফাত হুসাইন।
পুলিশ লাইন্স হলরুমে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করা হয়।
এরপর দিনাজপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে উত্তীর্ণ প্রার্থীদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য নীলফামারী সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ। ঠাকুরগাঁও সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আলী মোহাম্মদ আবদুল্লাহ সহ জেলা পুলিশের ঊধ্ববর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।