Wednesday , 17 September 2025

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পাংশা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

শা ন্তিপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে।

 নিতাই দত্তসহ ৯৮টি পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আসলাম হোসেন, পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহেদা খাতুন, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি চিত্তরঞ্জন কুন্ডু, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক পাল, পাংশা আদি মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তপন রায় ও পূজা উদযাপন পরিষদের সদস্য গোবিন্দ দত্ত প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় পাংশা পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৯৮টি পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, বিজয়া দশমীতে সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জনসহ সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পাংশা মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ আলিমুজ্জামান, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রান্তোষ কুন্ডু, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস, বিনোদ কুমার বিশ্বাস, শৈলেন্দ্রনাথ বিশ্বাস, বিধান কুমারবিশ্বাস, নিতাই দত্তসহ ৯৮টি পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Check Also

ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা …