॥ মাসুদ রানা,বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
মোং লায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোংলা পৌর শহরের পুরাতন পোর্ট আবাসিক এলাকা থেকে ৬৮৮ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ। জব্দকৃত ইয়াবার মূল্যে ৩ লাখ ৪৪ হাজার টাকা।
একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যের ৬৮৮ পিস ইয়াবাসহ রাতারাতি কলোনির ০৬ ওয়ার্ড’র সুলতান আহমেদ এর মেয়ে সুমি বেগম মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের সমন্বয়ে বাগেরহাটের মোংলা থানাধীন মোংলা পোর্ট পুরাতন আবাসিক এলাকার কবরস্থান রোড সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যের ৬৮৮ পিস ইয়াবাসহ রাতারাতি কলোনির ০৬ ওয়ার্ড’র সুলতান আহমেদ এর মেয়ে সুমি বেগম মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরো বলেন, মাদক পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল