॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা সরকারী কলেজে সোমবার (২২ সেপ্টেম্বর) যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কেরাত, হামদ, নাত, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে মহানবী (সাঃ)’র জীবনী ও আদর্শের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন পাংশা শাহজুঁই কামিল মাদরাসার উপাধ্যক্ষ ড. খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ.কে.এম মনোয়ারুল ইসলাম।
পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদারের সভাপতিত্বে এবং পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রউফের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে মহানবী (সাঃ)’র জীবনী ও আদর্শের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন পাংশা শাহজুঁই কামিল মাদরাসার উপাধ্যক্ষ ড. খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ.কে.এম মনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে গজল পরিবেশন করেন পাংশা শাহজুঁই কামিল মাদরাসার প্রভাষক মোঃ মনিরুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ড. খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান।
পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান, পাংশা আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিকী, পাংশা সরকারী কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোঃ আবুল কাশেম, মোঃ ফজলুর রহমান ও মোঃ আব্দুল খালেক, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মুহাম্মদ তোজাম্মেল হোসেন, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) মামুন-উর-রশিদ জোয়ার্দ্দার ও পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ মুহাম্মদ নাজির উদ্দিনসহ কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, প্রভাষকবৃন্দ ও ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।