॥ সাতক্ষীরা প্রতিনিধি ॥
আ ন্তর্জাতিক গণতন্ত্র দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় সম্পন্ন হয়েছে ‘আমার ভোটে নতুন বাংলাদেশ’ ক্যাম্পেইনের ফ্যাসিলিটেটরদের অফলাইন প্রশিক্ষণ।দিনব্যাপী এই কর্মশালায় তরুণরা ভোটাধিকার, গণতন্ত্র ও নেতৃত্ব বিষয়ে ধারণা লাভ করেন। আগামী দিনে তারা মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম পরিচালনা করবেন
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শহরের নিউ মার্কেট এলাকায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আলোকিত নাগরিকের সহযোগিতায় এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলার উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে জেলার সাতটি উপজেলার ফ্যাসিলিটেটররা অংশ নেন।
দিনব্যাপী এই কর্মশালায় তরুণরা ভোটাধিকার, গণতন্ত্র ও নেতৃত্ব বিষয়ে ধারণা লাভ করেন। আগামী দিনে তারা মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম পরিচালনা করবেন, যাতে ভোটের গুরুত্ব ও গণতান্ত্রিক অংশগ্রহণ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায়।
ভিবিডি সাতক্ষীরার সভাপতি ইব্রাহিম খলিল বলেন, “গণতন্ত্র শুধু একটি শাসনব্যবস্থা নয়, এটি দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণের প্রতীক। তরুণরাই পরিবর্তনের মূল শক্তি। তাদের সচেতনতা ও অংশগ্রহণেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে।”
এ সময় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ভিবিডি সাতক্ষীরার সভাপতি ইব্রাহিম খলিল ও ট্রেজারার নাঈমুর রহমান চৌধুরী। এছাড়া জেলা বোর্ডের সদস্য এবং সদরসহ সাতটি উপজেলার ফ্যাসিলিটেটররা উপস্থিত ছিলেন।