Friday , 3 October 2025

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

গামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী -১ ( রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ) আসনের বাংলাদেশ জায়ামাতে ইসলামী সংসদ সদস্য মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য এবং রাজবাড়ী জেলা শাখার আমীর অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম এর নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে গণসংযোগ করেন তিনি।এ সময় সঙ্গে থাকা জামায়াত নেতাকর্মীরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান এবং লিফলেট বিতরণ করেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর ) সকাল ৯ ঘটিকায় গোয়ালন্দ পৌর সভার বিভিন্ন সড়কে, বাজার এলাকায়, গ্রামে ও পথচারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে গণসংযোগ করেন তিনি।এ সময় সঙ্গে থাকা জামায়াত নেতাকর্মীরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান এবং লিফলেট বিতরণ করেন।

গণসংযোগের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মোশারফ হোসেন,
জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা শাখার বাইতুল মাল সম্পাদক আইয়ুব আলী খান, জামায়াতে ইসলামী গোয়ালন্দ পৌর শাখার সাংগঠনিক সম্পাদক, মেহেদুল হাসান আক্কাস, জামায়াতে ইসলামী দৌলতদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন, জামায়াতে ইসলামী দৌলতদিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, হাফেজ আবু সাঈদ সোহাগ, জামায়াতে ইসলামী উজানচর ইউনিয়ন শাখার সভাপতি, মাওলানা শামসুল হক সহ তিন শতাধিক নেতাকর্মী গণ সংযোগে উপস্থিত ছিলেন ।

Check Also

জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূজামণ্ডপ পরিদর্শন।

॥  আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ …