Monday , 17 November 2025
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সোলায়মান সোমবার বিকালে পাংশা শহরস্থ ভাই ভাই সংঘ দুর্গা মাতৃ মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন করেন

পাংশার ভাই ভাই সংঘ পূজামন্ডপ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

ঢা কা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সোলায়মান সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে পাংশা শহরস্থ ভাই ভাই সংঘ দুর্গা মাতৃ মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন করেছেন।

তিনি বলেন, আমরা সমন্বিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব। পরস্পর সুসম্পর্ক বজায় রাখলে কেহ সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না।

পরিদর্শনকালে তিনি মন্দিরে আয়োজিত শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন। ভাই ভাই সংঘ দুর্গা মাতৃ মন্দিরের সভাপতি ও পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার কুন্ডু ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সোলায়মানকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় প্রদান করেন।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সোলায়মান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব চলছে। দুর্গা পূজায় নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তারা মাঠে রয়েছেন। কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে দমন করা হবে।

তিনি বলেন, আমরা সমন্বিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব। পরস্পর সুসম্পর্ক বজায় রাখলে কেহ সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রান্তোষ কুন্ডু ও সদস্য সচিব বিধান কুমার বিশ^াস প্রমূখ বক্তব্য রাখেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু, পাংশা শিল্পকলা একাডেমীর অংকন বিভাগের প্রশিক্ষক হিমাংশু কুন্ডু রকেট, হিজিবিজি চর্চা কেন্দ্রের পরিচালক পাভেল রহমানসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Check Also

আজ আয়ানের শুভ জন্মদিন

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লা পৌর যুবদল নেতা ও সাবেক ছাত্রদল …