Tuesday , 14 October 2025

পাংশায় গৃহবধূর আত্মহত্যা

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা উপজেলার শরিষা ইউপির বহলাডাঙ্গা গ্রামের চুন্নু মৃধার স্ত্রী আল্পনা খাতুন (২৫) গত ২রা অক্টোবর রাতে নিজ বাড়িতে শয়ন কক্ষের বাঁশের আড়ার সাথে শাড়ি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ আল্পনা খাতুন ৯মাস বয়সের ছেলে সন্তানের জননী।

বসত ঘরের বাঁশের আড়ার সাথে আল্পনা খাতুন গলায় শাড়ি দিয়ে ফাঁস নিয়ে ঝুলে আছে। চুন্নু মৃধার চিৎকার শুনে আশ পাশের লোকজন ঘটনাস্থলে যায়। চুন্নু মৃধা আল্পনা খাতুনের গলা থেকে বটি দিয়ে শাড়ি কেটে মৃত অবস্থায় তাকে নিচে নামায়।

জানা যায়, দুই বছর পূর্বে পাংশা উপজেলার বহলাডাঙ্গা গ্রামের মৃত শাহাদত মৃধার ছেলে চুন্নু মৃধার সাথে আল্পনা খাতুনের বিয়ে হয়। সংসার করাকালীন সময়ে তাদের আলহাজ নামের ৯ মাসের একটি ছেলে সন্তান রয়েছে। প্রতিদিনের ন্যায় ২রা অক্টোবর রাতের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে তারা ঘুমিয়ে পড়ে। গভীর রাতে শিশু সন্তান আলহাজ হঠাৎ করে কান্না শুরু করলে চুন্নু মৃধার ঘুম ভেঙ্গে যায়।

ঘুম থেকে জেগে চুন্নু মৃধা দেখেন খাটের পাশে বসত ঘরের বাঁশের আড়ার সাথে আল্পনা খাতুন গলায় শাড়ি দিয়ে ফাঁস নিয়ে ঝুলে আছে। চুন্নু মৃধার চিৎকার শুনে আশ পাশের লোকজন ঘটনাস্থলে যায়। চুন্নু মৃধা আল্পনা খাতুনের গলা থেকে বটি দিয়ে শাড়ি কেটে মৃত অবস্থায় তাকে নিচে নামায়।
ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে ২রা অক্টোবর রাত ১টা থেকে ৪টার মধ্যে যে কোন সময় সে আত্মহত্যা করে। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

Check Also

দিনাজপুরে বিশ্ব মান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।

॥  আসাদুর রহমান হাবিব,  দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুর জেলা প্রশাসক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের …