Tuesday , 14 October 2025

সিরাজগঞ্জের রায়গঞ্জে যুবসমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল

॥ মোঃ মাসুদ রানা , রায়গঞ্জ  (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড গোয়ালপাড়া জামে মসজিদের উন্নয়নকল্পে যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল ৭ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল।

 

বক্তব্যে মোঃ শাকিল তালুকদার বলেন, “তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশনেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রধান অঙ্গ সংগঠন যুবদলের আহ্বায়ক মোঃ শাকিল তালুকদার। তিনি বিএনপি চেয়ারপারসনের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারেক রহমানের দিকনির্দেশনা অনুসরণে স্থায়ী ও মানবিক উদ্যোগে যুবসমাজ এবং মসজিদ কমিটির ভূয়সী প্রশংসা করেন।

বক্তব্যে মোঃ শাকিল তালুকদার বলেন, “তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশনেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”
এছাড়াও তিনি গোয়ালপাড়া জামে মসজিদের উন্নয়ন তহবিলে ব্যক্তিগত উদ্যোগে নগদ পাঁচ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবার কাছে দোয়া কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মোঃ মামুন সরকার, যুগ্ম আহ্বায়ক, ধামাইনগর ইউনিয়ন যুবদল মোঃ সামিদুল ইসলাম, সাবেক সভাপতি, ১নং ওয়ার্ড যুবদল মোঃ  হামিদুল ইসলাম, যুবদল নেতা, ৩নং ওয়ার্ড, ধামাইনগর ইউনিয়ন এছাড়া স্থানীয় যুবদল ও বিএনপির নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Check Also

ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫-পালিত।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক …