Monday , 13 October 2025

নোয়াখালীর কবিরহাটে এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

নো ‎য়াখালীর কবিরহাট উপজেলা এলজিইডির উপ সহকারী প্রকৌশলী মো: নাসির উদ্দিনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। তার কারসাজিতে ৫ নং চাপরাশিরহাট ইউনিয়নের  শুক্লামদ্দি গ্রামে সরকারী বরাদ্দের আলাউদ্দিন পাটোয়ারী সড়কের কাজ না করে তা অন্য ইউনিয়নে করাসহ হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

 

কাজ না করে কিংবা নামমাত্র কাজ দেখিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পাওয়া যায়। বিগত ২৯ এপ্রিল ২০২৫ইং  কবিরহাট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) অভিযানে যায় দুদকের এনফোর্সমেন্ট টিম। এ সময় কাজের অগ্রগতি এবং নির্ধারিত সময়ে কাজ না করাসহ নানা অনিয়ম-অসঙ্গতি পায় এনফোর্সমেন্ট টিম।

‎স্থানীয় শুক্লামদ্দি এলাকার বাসিন্দারা জানান, এ এলাকায় কাঁচা সড়কে ২৫ হাজার মানুষের দীর্ঘদিনের  দুর্ভোগ লাগব করতে সরকার আলাউদ্দিন পাটোয়ারী সড়কে ২০২৫ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির মাধ্যমে ৭০০ মিটার কাঁচা রাস্তা পাকা করনের বাজেট ও টেন্ডার পাশ করেন । যার কোড নং  ( ৪৭৫৯০৫৩১৫ )। উক্ত রাস্তাটির কাজ পান লিমা এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। সূত্রে জানায় কবিরহাট উপজেলা এলজিইডি উপ- সহকারী প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন দুর্ণীতি ও ক্ষমতার অপব্যবহার করে অর্থের বিনিময়ে লিমা এন্টারপ্রাইজ থেকে কাজটা নিয়ে বাটিয়া ইউনিয়নের ভূঁইয়ার হাট বাজার মেসার্স হক ট্রেডার্স এর মালিক মো: সাহাব উদ্দিনকে দেয়।

‎ কাগজিক দুর্নীতি করে অর্থ লেনদেনের মাধ্যমে চাপরাশিরহাট ইউপির আলাউদ্দিন পাটোয়ারী সড়কের বদলে পার্শ্বববর্তী বাটিয়া ইউনিয়নের দৌলত রামদি ঐ ঠিকাদার মো: সাহাব উদ্দিন নিজ বাড়ির দরজায় অর্থাৎ  সওদাগর বাড়ির লিং রোডের কাজ শুরু করে দেন।

‎বিষয়টি জানতে পেয়ে এলাকাবাসির পক্ষে আলাউদ্দিন পাটোয়ারী সড়কের বাসিন্দা মো: মহিন উদ্দিন প্রতিবাদ করেন। এসময় উপ সহকারী প্রকৌশলী মো: নাসির উদ্দিন ও সাব ঠিকাদার মো: সাহাব উদ্দিন তাকে অপমান করে ও  হুমকি দিয়ে তাড়িয়ে দেন । এঘটনায় বিক্ষুব্ধ হয়ে আলা উদ্দিন পাটোয়ারী সড়কের গ্রামবাসী একত্রিত হয়ে এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে  মানববন্ধন ও প্রতিবাদ করে। বর্তমানে সেখানে পরিস্থিতি থমথমে। ক্ষতিগ্রস্তরা ঐ কর্মকর্তার অপসারন সহ শাস্তির দাবী জানান।

‎তারা এবিষয়ে, নোয়াখালী জেলা প্রশাসক,কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, এলজিইডি নোয়াখালী নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত দরখাস্তের মাধ্যমে স্থানীয় সরকারের উপদেষ্টা,  স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, এলজিইডি নোয়াখালী  নির্বাহী প্রকৌশলী সহ  সংশ্লীষ্ট দপ্তরের কাছে কবিরহাট উপজেলা এলজিইডির উপ সহকারী প্রকৌশলী মো: নাসির উদ্দিন ও ভূঁইয়ারহাট মেসার্স হক ট্রেডার্স এর মালিক মোঃ সাহাব উদ্দিনের দুর্ণীতির বিরুদ্ধে  ব্যবস্থা গ্রহনের দাবী জানান। অন্যথায় তারা কঠোর অবস্থানের যাবার ঘোষণা দেন।

‎জানা গেছে, এর আগেও এই উপজেলায় দুর্নীতির ঘটনায়  দুর্নীতি দমন কমিশন ( দুদক) সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয় একাধিকবার তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। যাতে এলজিইডির কার্যালয়ের আওতাধীন গ্রামগঞ্জের রাস্তা, ব্রিজ-কালভার্ট নির্মাণকাজে নিম্নমানের পণ্য ব্যবহার, কাজের গুণগতমান বজায় না রাখা, কাজ না করে কিংবা নামমাত্র কাজ দেখিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পাওয়া যায়। বিগত ২৯ এপ্রিল ২০২৫ইং  কবিরহাট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) অভিযানে যায় দুদকের এনফোর্সমেন্ট টিম। এ সময় কাজের অগ্রগতি এবং নির্ধারিত সময়ে কাজ না করাসহ নানা অনিয়ম-অসঙ্গতি পায় এনফোর্সমেন্ট টিম।

‎‎সেসময় তিন সদস্য বিশিষ্ট টিমের অভিযানে নেতৃত্ব দেন দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) আবদুল্লাহ আল নোমান। টিমের অন্য সদস্যরা হলেন- কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস  ও ইমরান হোসেন। ‎এ বিষয়ে কবিরহাট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী নাসির উদ্দীন জানান,স্থানীয় এলাকাবাসী আমাদেরকে এ রাস্তাটি চিহ্নিত করে দেয়াতে আমরা কাজ শুরু করি। ভুলটা যদি হয়ে থাকে এলাকা

Check Also

ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫-পালিত।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক …