Tuesday , 14 October 2025

মোংলায় জলাশয়ের কচুরিপানা পরিষ্কার করলো বিএনপি’র নেতাকর্মীরা জনমনে স্বস্তি

॥ মাসুদ রানা,বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ১ নং ওয়ার্ড উত্তর চাঁদপাই এলাকার সাধারণ মানুষের ব্যবহৃত একটি জলাশয়ের কচুরিপানা পরিষ্কার করেছে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা। সোমবার ৬ অক্টোবর সকাল থেকে বিকাল পর্যন্ত ঐ জলাশয়ের কচুরিপানা পরিষ্কার করে মানুষের ব্যবহারের উপযোগী করা হয়।

ইদানিং কচুরিপানা পচে পানি দুর্গন্ধ হয়েগেছে, অযু- এবং খাওয়ার অনুপযোগী হওয়ায়- স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে কচুরিপানা গুলি পরিষ্কার করা হয়েছে। এমন কাজের জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাই।

উঃ চাঁদপাই মোড় মাদানী জামে মসজিদের মোয়াজ্জেম লোকমান হোসেন জানান মিষ্টি পুকুরটি কচুরিপানায় ভরে গেছে। বৃষ্টির মৌসুম শেষে এলাকাবাসী ও মোড় কেন্দ্রীক দোকানে ঐ পুকুরের পানি খেয়ে মানুষ জীবনযাপন করেন। মাদানী জামে মসজিদের সকল মুসল্লি এই পুকুরে অযু করে থাকেন। ইদানিং কচুরিপানা পচে পানি দুর্গন্ধ হয়েগেছে, অযু- এবং খাওয়ার অনুপযোগী হওয়ায়- স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে কচুরিপানা গুলি পরিষ্কার করা হয়েছে। এমন কাজের জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাই।

মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন বিএনপি একটি গণতান্ত্রিক দল। এ দল সব সময় মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি।

এলাকাবাসীকে সাথে নিয়ে জলাশয় পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মোংলা উপজেলার যুগ্ম আহ্বায়ক, আজিজ মোড়ল। ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি, মোজাম্মেল হক, থানা মৎস্যজীবী দলের, প্রচার সম্পাদক জাহাঙ্গীর, ধর্ম বিষয়ক সম্পাদক, ইশারাত শেখ। চাঁদপাই ইউনিয়ন যুবদল নেতা, আবু নাসের ও নারী নেত্রী নাসিমা বেগম।

Check Also

মোংলায় যুবককে পিটিয়ে হত্যা আটক দুইজন

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥ মোং লায় পূর্ব শত্রুতার জেরে মহিদুল শেখ নামে …