Monday , 13 October 2025

সিরাজগঞ্জের তাড়াশে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ৩

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

বৃ হস্পতিবার ০৯ অক্টোবর ২০২৫ সকাল সাড়ে নয়টার সময় সিরাজগঞ্জের তাড়াশে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ভাই-বোনসহ ৩,জন নিহত হয়েছেন। দূর্র্ঘটনাটি ঘটেছে তাড়াশ পৌর শহরের উলিপুর ব্রীজ নামক এলাকায়।

 

মাজার নওঁগা হাটের দিকে বেপরোয়া গতিতে যাওয়ার সময় উল্লেক্ষিত স্থানে একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক হাইফত হোসেন ও অটোরিকশায় থাকা শিশু জনিসহ তার মা ও ছোট দুই বোন মালেশা ও তুবা গুরুতর আহত হয়।

নিহতরা হলেন, তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ জনি (১২) ও শিশু কন্যা তুবা (১) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে হাইফত হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে গরু বোঝায় একটি ভটভটি গাড়ি তাড়াশ থেকে উপজেলার মাজার নওঁগা হাটের দিকে বেপরোয়া গতিতে যাওয়ার সময় উল্লেক্ষিত স্থানে একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক হাইফত হোসেন ও অটোরিকশায় থাকা শিশু জনিসহ তার মা ও ছোট দুই বোন মালেশা ও তুবা গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক হাইফত ও জনি কে মৃত ঘোষণা করেন।

সেই সাথে নিহত জনির ছোট বোন মালেশা ও তুবার অবস্থা আশংখজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ শহীদ ক্যাপটেন এম মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ক্যাপটেন এম মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে তুবা’ মারা যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

যানজট হীন গ্রামীণ জনপদে এমন মর্মান্তিক ঘটনা কেউ মেনে নিতে পারছেন না । তবে অনেকেই ভটভটির নিয়ন্ত্রণহীন বেপরোয়া গতির জন্যই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন।

Check Also

ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫-পালিত।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক …