॥ মাসুদ রানা,বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
মোং লায় সাপের কামড়ে শারমিন বেগম (২৬) নামে এক নারী মারা গেছেন। শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিক পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। শারমিন বেগম ওই এলাকার মৃত আব্দুর রহমানের স্ত্রী।বিষাক্ত সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর হয়েছে।
নিহতের স্বজনরা জানান, শারমিন বেগম নির্মানাধীন ঘরের কাজ করছিলেন সারমিন বেগম। কাজের এক পর্যায় লুকিয়ে থাকা বিষধর একটি সাপ তার বাম হাতে দংশন করে চলে যায়। এ সময় তিনি চিৎকার করলে বাড়ির লোকজন এগিয়ে আসে।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শারমিন বেগমকে মৃত ঘোষণা করেন। তবে কি সাপে তাকে কামড় দিয়েছে তা জানা যায়নি।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান জানান, বিষাক্ত সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর হয়েছে।