Monday , 13 October 2025

দেশের সামগ্রিক উন্নয়ন ও মানবতার কল্যাণে জামায়াতে ইসলামী সর্বদা কাজ করে যাচ্ছে — এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম.

॥ আশিকুর রহমান, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

বাং লাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য,সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর ও সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম বলেছেন; বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতা,মনুষ্যত্ব আর নৈতিক মূল্যবোধ দিয়ে দেশের রাজনৈতিক ময়দানে এক নতুন ধারা ও অধ্যায়ের সূচনা করেছে। সেই নৈতিক মূল্যবোধ ও অধ্যয়ের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ও মানবতার কল্যাণে জামায়াতে ইসলামী সর্বদা কাজ করে যাচ্ছে।

 

বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, আগামীর জাতীয় নির্বাচন অবাধ, গ্রহনযোগ্য ও নিরোপেক্ষ হবে বলে দৃঢ় প্রত্যয় ও আশা ব্যক্ত করে, দাঁড়িপাল্লা ও জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট কেন্দ্র ভিত্তিক ব্যাপক জনমত গঠন করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ময়দানে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন  ৫নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজনে এক নির্বাচনী মতবিনিময় সভা ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাজাপুর দাখিল মাদরাসা চত্বরে আয়োজিত এবং ওয়ার্ড সভাপতি মাওঃ রুহুল আমীন এর সভাপতিত্বে ও সাবেক শিবির নেতা জুনায়েদ আহমেদ সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভা ও গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল।

নির্বাচনী মতবিনিময় সভা ও গণসমাবেশে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম, বেলকুচি উপজেলার সাবেক আমীর মাওঃ আব্দুর রাজ্জাক, বেলকুচি উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম ,বেলকুচি উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ আহসান হাবীব, রাজাপুর ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল কুদ্দুস, জামায়াত নেতা ডাঃ রেজাউল করিম, শাকিল আহমেদ ও আব্দুল কাইয়ুম প্রমূখ।

নির্বাচনী মতবিনিময় সভা ও গণসমাবেশে বিশেষ অতিথি বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, আগামীর জাতীয় নির্বাচন অবাধ, গ্রহনযোগ্য ও নিরোপেক্ষ হবে বলে দৃঢ় প্রত্যয় ও আশা ব্যক্ত করে, দাঁড়িপাল্লা ও জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট কেন্দ্র ভিত্তিক ব্যাপক জনমত গঠন করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ময়দানে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

Check Also

ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫-পালিত।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক …