॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
ঢা কা কলেজের সম্মানিত শিক্ষক কর্মকর্তা, নিয়মিত মেধাবী শিক্ষার্থীদের উপর দুষ্কৃতিকারীদের হামলা, টিচার্স লাউঞ্জ ভাংচুরের ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং শিক্ষা ক্যাডারের স্বার্থ সংশ্লিষ্ট দাবির প্রেক্ষিতে পাংশা সরকারী কলেজে মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।টিচার্স লাউঞ্জ ভাংচুরের ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং শিক্ষা ক্যাডারের স্বার্থ সংশ্লিষ্ট দাবির প্রেক্ষিতে পাংশা সরকারী কলেজে মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি,
পাংশা সরকারী কলেজের বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন এ কর্মসূচির আয়োজন করে। জানা যায়, সকাল ১০টার দিকে কর্মসূচিতে সংহতি প্রকাশ করে পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদার ও পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম মনোয়ারুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। পাংশা সরকারী কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান ও প্রভাষকবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।