Tuesday , 14 October 2025

বেলকুচিতে আত্মসমর্পণকারী চরমপন্থীদের নতুন জীবনের লক্ষ্যে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা

॥ আশিকুর রহমান, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

৪ই অক্টোবর রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় সিরাজগঞ্জের ‎বেলকুচি উপজেলার ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের দেলুয়াকান্দি গ্রামে ‘গ্রাম উন্নয়ন সংস্থার’ কক্ষে আত্মসমর্পণকারী চরমপন্থীদের পুর্নবাসন শীর্ষক প্রকল্পের আওতায় জমি সহ বিভিন্ন এগ্রো কেয়ার সেড প্রকল্পের শুভ উদ্বোধন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম।

 

সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, অনুষ্ঠানে বক্তারা বলেন খামারটির উন্নয়ন বৃদ্ধি করে স্বাবলম্বী হতে হবে এবং মনোযোগ ও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, এই খামারের পাশাপাশি আর্থিক উন্নয়ন কর্ম দক্ষতা বৃদ্ধি করতে হবে,

এ সকল প্রকল্পের মধ্যে রয়েছে জমিসহ ক্যাটেল সেড, ভার্মি কম্পোস্ট সেড, হারভেস্ট মেশিন সেড,ডেইরি কেয়ার সেড, অফিস সেড। এসময় আত্মসমর্পণকারী চরমপন্থীদের ৪৮ টি গরু হস্তান্তর করা হয়। উক্ত অনুষ্ঠান টি আয়োজন করেন বেলকুচি উপজেলা প্রসাশন   উক্ত প্রকল্পটি বাস্তবায়ন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার
আফরিন জাহান, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব মুহাম্মাদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, অনুষ্ঠানে বক্তারা বলেন খামারটির উন্নয়ন বৃদ্ধি করে স্বাবলম্বী হতে হবে এবং মনোযোগ ও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, এই খামারের পাশাপাশি আর্থিক উন্নয়ন কর্ম দক্ষতা বৃদ্ধি করতে হবে, বক্তরা আলোচনার মধ্যে জেলা প্রশাসন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, সুন্দর এই প্রকল্পের মধ্য দিয়ে চরমপন্থীদের অন্ধকার পথ থেকে ফিরিয়ে আলোর পথে আনার জন্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ একেএম আনোয়ারুল হক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাকসুদুল হাকিম, সিরাজগঞ্জ জেলা এনএসআই কর্মকর্তা এ কে এম মনজুর মওলা, বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর,বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রেস মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং চরমপন্থী থেকে আত্মসমর্পণ কারী ৬৭ জন সদস্য ।

Check Also

মোংলায় পুলিশের অভিযানে দুই মাদক ব্যাবসায়ী আটক

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥ মোং লায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক …