॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥
দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ২-নং আলাদীপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামে বসতবাড়ির চলাচলের একমাত্র উপযোগী রাস্তা বন্ধ করে নিজ মামার করা পরপর মিথ্যা মামলার হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন। বৃহস্পতিবার ১৬ অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ২নং আলাদীপুর ইউনিয়নের রাঙামাটি গ্রামের নিজ বাড়িতে ভুক্তভোগী লায়লী আরা ও তাঁর পরিবার এ সংবাদ সম্মেলন করেন।
হঠাৎ আমার মামা মোজাফফর রহমান রাস্তাটি তাঁর জায়গার ভেতরে দাবি করে গাছ লাগান এবং ইটের দেয়াল নির্মাণ করার চেষ্টা করেন এ সময় আমার বড় মামা ছোট মামাকে বিষয়টি অবগত করি দেয়াল নির্মাণে বাঁধা দিলে মামা মোজাফফর রহমান ও তাঁর ছেলে মেয়ে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে আমাদের বেধড়ক মারধর করে
অভিযোগ সুত্রে জানা গেছে উপজেলার ২নং আলাদীপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামের মামা মোজাফফর রহমান এর কাছ থেকে উপজেলার রাঙামাটি মৌজায় ৭ শতাংশ জায়গা ক্রয় করে চলাচলের রাস্তা রেখে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন ভাগ্নি লায়লী আরা।
হঠাৎ মামা মোজাফফর রহমান তাঁর জায়গার ভেতরে রাস্তা দাবি করে রাস্তাটি বন্ধ করে গাছ লাগান এবং ইটের দেয়াল নির্মাণ করার চেষ্টা করেন দেয়াল নির্মাণে মোজাফফর রহমানের বড় ভাই বোন ভাগ্নি ভাগ্নিজামাতা বাঁধা দিলে বাকবিতন্ডার সৃষ্টি হয় একপর্যায়ে মোজাফফর রহমান ও তাঁর ছেলে মেয়ে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে এতে আহত হন ভাগ্নি লায়লী আরাসহ বেশ কয়েকজন এ বিষয়ে লায়লী আরা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে থানায় বসার কথা থাকলেও মোজাফফর রহমান থানা অমান্য করে গত ২০/৪/২০২৫ তারিখে দিনাজপুর আদালতে ভাগ্নি ভাগ্নিজামাতা ও নিজ পরিবারের বড় ভাই ছোট ভাই ভাতিজাসহ মোট ১১ জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন যাহার মামলা নং CR১৩৭/২৫ যাহা পি বি আই কর্তৃক তদন্তে মিথ্যা বলে প্রমাণিত হয়।
পরবর্তীতে গত ২১/১০/২৫ তারিখে আদালতে ভাগ্নি ভাগ্নিজামাতা ভাই ভাতিজাসহ নিজ পরিবারের ১৭ জনের বিরুদ্ধে আরও একটি মিথ্যা মামলা দায়ের করেন মোজাফফর রহমান যাহার মামলা নং৪২১p/২৫
ভুক্তভোগী লায়লী আরা ও তাঁর পরিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের বলেন আমি আমার মামা মোজাফফর রহমানের কাছ থেকে ৭ শতাংশ জায়গা ক্রয় করে চলাচলের রাস্তা রেখে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছি হঠাৎ আমার মামা মোজাফফর রহমান রাস্তাটি তাঁর জায়গার ভেতরে দাবি করে গাছ লাগান এবং ইটের দেয়াল নির্মাণ করার চেষ্টা করেন এ সময় আমার বড় মামা ছোট মামাকে বিষয়টি অবগত করি দেয়াল নির্মাণে বাঁধা দিলে মামা মোজাফফর রহমান ও তাঁর ছেলে মেয়ে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে আমাদের বেধড়ক মারধর করে এতে আমি ও আমার স্বামীসহ বেশ কয়েকজন আহত হই এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করি থানা অমান্য করে এলাকার দুষ্কৃতকারীদের চক্রান্তে আদালতে একের পর এক মিথ্যা হয়রানি মূলক মিথ্যামামলা ও মিথ্যাঅপপ্রচার জুলুম করে আমার মামা মোজাফফর রহমান আমি ও আমার পরিবার এর তীব্র নিন্দা জানিয়ে আইনের উপর আস্থা রেখে ন্যায্য বিচার চাই।