Saturday , 18 October 2025

সাতক্ষীরার লাবসায় মা কোচিং সেন্টারের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

॥  মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা  প্রতিনিধি ॥

সা তক্ষীরার লাবসায় মা কোচিং সেন্টারের উদ্যোগে এক প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে লাবসা ফুটবল মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

শেষ পর্যন্ত রায়হান একাদশ (সবুজ দল) চ্যাম্পিয়ন এবং আরেফিন একাদশ (লাল দল) রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মনিরুল ইসলাম, এবং বিশেষ অতিথি ও পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন এমামুল এহসান নাহিদ স্যার।

টুর্নামেন্টে অংশ নেয় দুটি দল — রায়হান একাদশ (সবুজ দল) এবং আরেফিন একাদশ (লাল দল)। খেলাটির প্রথমার্ধে উভয় দলই একটি করে গোল করে সমতায় থাকে। দ্বিতীয়ার্ধে গোল না হওয়ায় রেফারি খেলা টাইব্রেকারে নেওয়ার ঘোষণা দেন। টাইব্রেকারে রায়হান একাদশ ৪টি গোল এবং আরেফিন একাদশ ২টি গোল করতে সক্ষম হয়।

শেষ পর্যন্ত রায়হান একাদশ (সবুজ দল) চ্যাম্পিয়ন এবং আরেফিন একাদশ (লাল দল) রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

খেলা পরিচালনা করেন মোঃ আরিফুল ইসলাম রিপন। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান রেফারি মোঃ আরিফুল ইসলাম, সহকারী রেফারি আবু হেলাল ও মেঃ শান্ত।

খেলাকে ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, স্থানীয় দর্শকদের উপস্থিতিতে টুর্নামেন্টটি ছিলো অত্যন্ত উপভোগ্য।

Check Also

চোকার হাট বয়েজ ক্লাব এর উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

॥  আসাদুর রহমান হাবিব,  ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের চোকার …