Saturday , 18 October 2025

পঞ্চক্রোশীতে গণসংযোগে খান সাঈদ হাসান জ্যোতি: জনআস্থা অর্জনই লক্ষ্য

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ৮, ৯ ও ২ নম্বর ওয়ার্ডে শুক্রবার দিনব্যাপী গণসংযোগ করেছেন সাবেক ডিআইজি ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব খান সাঈদ হাসান জ্যোতি।

 

আপনাদের সহযোগিতা ও ভালোবাসাই আমার মূল শক্তি। আমি চাই, এই এলাকার উন্নয়ন হোক সবার অংশগ্রহণে, সবার মতামতের ভিত্তিতে।” তিনি আরও আশ্বস্ত করেন, এলাকার রাস্তা-ঘাট, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কৃষি খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে তিনি কাজ করবেন নিরলসভাবে।

জুমার নামাজ আদায় শেষে তিনি শুরু করেন তাঁর তৃণমূল গণসংযোগ কর্মসূচি। স্থানীয় হাট-বাজার, পাড়া-মহল্লা ও গ্রামেগঞ্জে ঘুরে তিনি সাধারণ মানুষ, কৃষক, শ্রমজীবী, দোকানদার ও তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময় করেন। এসময় এলাকাবাসী তাকে ঘিরে ধরে শোনান তাদের নানা সমস্যা, উন্নয়ন প্রত্যাশা ও দৈনন্দিন জীবনের বাস্তব চিত্র।

গণসংযোগ চলাকালে খান সাঈদ হাসান জ্যোতি বলেন, রাজনীতি মানে জনগণের পাশে থাকা। আপনাদের সহযোগিতা ও ভালোবাসাই আমার মূল শক্তি। আমি চাই, এই এলাকার উন্নয়ন হোক সবার অংশগ্রহণে, সবার মতামতের ভিত্তিতে।” তিনি আরও আশ্বস্ত করেন, এলাকার রাস্তা-ঘাট, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কৃষি খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে তিনি কাজ করবেন নিরলসভাবে।

তাঁর এই তৃণমূলমুখী গণসংযোগে উৎসাহ দেখা যায় এলাকাবাসীর মধ্যে। অনেকে বলেন, “এভাবে নেতাকে কাছে পাওয়া আমাদের কাছে নতুন আশার আলো।” স্থানীয় ব্যবসায়ী ও হাটুরিয়ারা জানান, তাঁরা এমন একজন নেতাকে চান যিনি বাস্তবে মানুষের পাশে থেকে সমস্যার সমাধান করবেন।

আজকের এই গণসংযোগ কর্মসূচির মাধ্যমে পঞ্চক্রোশী ইউনিয়নের ৮, ৯ ও ২ নম্বর ওয়ার্ডে জনসম্পৃক্ততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি। রাজনৈতিক অঙ্গনে তাঁর এই সরাসরি জনসংযোগ বার্তা দিচ্ছে — জনতার নেতা হতে হলে জনতার মাঝেই থাকতে হয়।

Check Also

চোকার হাট বয়েজ ক্লাব এর উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

॥  আসাদুর রহমান হাবিব,  ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের চোকার …