Wednesday , 3 December 2025

উল্লাপাড়ায় শিশুদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের প্রাণবন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ও রঙিন চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বুধবার সকালে উল্লাপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা।

 

আপনাদের সহযোগিতা ও ভালোবাসাই আমার মূল শক্তি। আমি চাই, এই এলাকার উন্নয়ন হোক সবার অংশগ্রহণে, সবার মতামতের ভিত্তিতে।” তিনি আরও আশ্বস্ত করেন, এলাকার রাস্তা-ঘাট, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কৃষি খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে তিনি কাজ করবেন নিরলসভাবে।

শিশুদের কল্পনার রঙে ও তুলির আঁচড়ে সেদিন বিদ্যালয় প্রাঙ্গণ যেন পরিণত হয়েছিল এক উৎসবমুখর রঙিন মেলায়। প্রতিযোগিতায় শিশু শিল্পীরা তাদের আঁকায় তুলে ধরে দেশপ্রেম, প্রকৃতি, পরিবেশ, স্বপ্ন ও ভবিষ্যতের বাংলাদেশ। তাদের প্রতিটি আঁকা ছবিতে ফুটে ওঠে রঙের উচ্ছ্বাস, ভালোবাসা এবং নির্মল সৃজনশীলতার স্পর্শ। শিশুদের এই অসাধারণ সৃজনশীলতা ও নিষ্পাপ ভাবনা দেখে মুগ্ধ হন উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকেরা।

চিত্রাঙ্কন শিশুদের মনন ও চিন্তার বিকাশে অপরিহার্য— অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন। তিনি বলেন,চিত্রাঙ্কন কেবল বিনোদনের মাধ্যম নয় এটি শিশুদের চিন্তাশক্তি, মনন ও কল্পনাশক্তি বিকাশে অনন্য ভূমিকা রাখে। আজকের এই শিশুরাই আগামী দিনের সৃজনশীল বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি শুভসংঘের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পাল, কালের কণ্ঠের উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক আতাউর রহমান রাজু। শুভসংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—উপজেলা শুভসংঘ সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক সুমন আনসারী, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, এবং সদস্য ফিরোজ হোসেন, সবুজ মিয়া, সজল, তন্ময় প্রমুখ।

বক্তারা জানান, নিয়মিত এমন আয়োজন শিশুদের মেধা, কল্পনাশক্তি ও দেশপ্রেম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আশা প্রকাশ করেন, শুভসংঘ ভবিষ্যতেও শিশুদের জন্য এমন সৃজনশীল কর্মসূচি অব্যাহত রাখবে। প্রতিযোগিতাটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হয় এবং সৃজনশীলতা, রঙের ব্যবহার ও উপস্থাপনার মান বিবেচনায় নয়জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। তারা হলো— মো. হাসান মাহমুদ (পঞ্চম শ্রেণি), সুমাইয়া আক্তার (পঞ্চম শ্রেণি), নুসরাত জাহান তাসনিয়া (চতুর্থ শ্রেণি), মরিয়ম (চতুর্থ শ্রেণি), রুহানি আরিকা (চতুর্থ শ্রেণি), আরিফা সুলতানা (তৃতীয় শ্রেণি), সুবহা সাঈদ (প্রথম শ্রেণি), মহিবুল হাসান (প্রথম শ্রেণি), সাইমা বিনতে সাকি (প্রথম শ্রেণি) অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও শুভসংঘের নেতৃবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সার্বিক তত্ত্বাবধানে উল্লাপাড়া উপজেলা শুভসংঘ এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করে। শিশুদের আনন্দ, অংশগ্রহণ ও অভিভাবকদের উৎসাহ পুরো অনুষ্ঠানজুড়ে ছড়িয়ে দেয় এক উৎসবের আবহ। বক্তারা মনে করেন, এমন আয়োজন শুধু শিশুদের আনন্দই দেয় না, বরং তাদের অন্তর্নিহিত প্রতিভাকে বিকশিত করে ভবিষ্যতের সম্ভাবনাময় নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

Check Also

ফুলবাড়ীতে ষড়যন্ত্র মিথ্যা অপবাদ অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন।

॥ আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুরের ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকের …