॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সি রাজগঞ্জ উল্লাপাড়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অর্থায়নে উপজেলার কয়ড়া খাদিজা সাঈদ উচ্চ বিদ্যালয় ও কয়ড়া স্কুল এন্ড কলেজে সততা স্টোর উদ্বোধন করা হয় ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন
বৃহস্পতিবার(২৩ অক্টোবর ) সকালে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে উল্লাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক পরিচালক জনাব আলহাজ্ব রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু সালেহ মোহাম্মদ হাসনাত
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দুদকের উপপরিচালক জনাব শহীদুল আলম সরকার, রবিন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার সোহরাব আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যক্ষ মোঃ সেরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব মোঃ নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো আব্দুল কাদের বিশ্বাস,একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দিন ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণসহ প্রমুখ ।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল