॥ সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥
সা তক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ বোতল ভারতীয় মদসহ প্রায় আট লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
মোট ৭,৮৯,০০০/- (সাত লক্ষ ঊননব্বই হাজার) টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঔষধ ও মদসহ বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করা হয়। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে এসব মালামাল বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল। ভারতীয় পণ্যের এ ধরনের চোরাচালানের কারণে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে রাষ্ট্রীয় রাজস্ব আয়ও ব্যাহত হচ্ছে।
সোমবার(২৭ অক্টোবার) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও সুলতানপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি’র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির আভিযানিক দল মেইন পিলার-১৩ হতে বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শালবাগান নামক স্থান থেকে ৫৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
একইদিন কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস-এর ৬ ও ৭ আরবি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেরাগাছি ও রাজ্জাকের মোড় নামক স্থান হতে ৩ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।এছাড়া, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস-এর ৮ আরবি হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তেতুলবাড়ি এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৪ এর কাছাকাছি কলারোয়া থানাধীন শিশুতলা নামক স্থান হতে ৭৫ হাজার টাকা মূল্যের ৫০ বোতল ভারতীয় মদ আটক করে। অন্যদিকে, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৫/৬ এর নিকটবর্তী কলারোয়া থানাধীন তালসারী নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ২০ বোতল ভারতীয় মদ আটক করে।
মোট ৭,৮৯,০০০/- (সাত লক্ষ ঊননব্বই হাজার) টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঔষধ ও মদসহ বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করা হয়। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে এসব মালামাল বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল। ভারতীয় পণ্যের এ ধরনের চোরাচালানের কারণে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে রাষ্ট্রীয় রাজস্ব আয়ও ব্যাহত হচ্ছে।
উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব রক্ষা, স্থানীয় শিল্পের বিকাশ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি যে দেশপ্রেমিক ও জনস্বার্থমূলক অভিযান পরিচালনা করছে, তাতে স্থানীয় জনগণ গভীর সন্তোষ প্রকাশ করে এবং এ ধরণের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল