Tuesday , 28 October 2025

বিএনপির মনোনয়ন ও গুলশান বৈঠক নিয়ে ব্যাখ্যা দিলেন ডিআইজি (অব.) খান সাঈদ হাসান জ্যোতি

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

বি এনপির মনোনয়নকে ঘিরে চলমান গুঞ্জন ও বিভ্রান্তির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি বাংলাদেশ পুলিশ সংস্কার কমিটি বিএনপির সদস্য সচিব ও অবসরপ্রাপ্ত ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি।

 

খান সাঈদ হাসান জ্যোতি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আরও আহ্বান জানিয়ে বলেন, দলীয় ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে বিএনপিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। কোনো বিভ্রান্তি বা গুজবে কান না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি জানিয়েছেন, সোমবার রাজধানীর গুলশান অফিসে অনুষ্ঠিত বৈঠকে কোনো নির্দিষ্ট এলাকা বা ব্যক্তির মনোনয়ন নিয়ে কোনো আলোচনা হয়নি।

খান সাঈদ হাসান জ্যোতি বলেন, ২৭ অক্টোবর সোমবার গুলশান অফিসের বৈঠকে মনোনয়ন নিয়ে কোনো নাম বা অঞ্চলভিত্তিক আলোচনা হয়নি। দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান গুরুত্ব দিয়েছেন, অনুরোধ করেছেন এবং আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, বিএনপি একটি সুসংগঠিত দল। দলীয় সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত নির্দেশনা। নেতৃত্ব যাকেই দায়িত্ব দিক, তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাই এখন সবার প্রধান দায়িত্ব।

খান সাঈদ হাসান জ্যোতি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আরও আহ্বান জানিয়ে বলেন, দলীয় ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে বিএনপিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। কোনো বিভ্রান্তি বা গুজবে কান না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

গুলশান অফিসের বৈঠক শেষে তিনি উল্লাপাড়ার উদ্দেশ্যে রওনা হয়ে তার কার্যালয়ে বসে ভিডিও বার্তায় সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য তুলে ধরেন।

স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা মনে করছেন, তার এই বক্তব্যে উল্লাপাড়াসহ বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছেছে এবং সম্ভাব্য বিভ্রান্তি অনেকটাই দূর হয়েছে।

Check Also

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আনন্দ মিছিল অনুষ্ঠিত।

॥  আসাদুর রহমান হাবিব,  দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী …