Wednesday , 28 January 2026

রাজবাড়ীর গোয়ালন্দে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব মাঠ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়, এবং গোয়ালন্দ বাসস্ট্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৮ অক্টোবর মঙ্গলবার ১১টার সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধা শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব মাঠ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়, এবং গোয়ালন্দ বাসস্ট্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ উপজেলা যুবদলের সভাপতি মোঃ ফারুক দেওয়ান এর সভাপতিত্বে এবং পৌর যুবদলের সভাপতি, দেলোয়ার হোসেন মন্ডল ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: রাজু শিকদার, এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সুলতানুল ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম বাবলু,

জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো : শামীম মোলা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাঈদ মোল্লা, উপজেলা ছাত্র দলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্র দলের আহবায়ক মোক্তার মাহমুদ প্রমুখ। সহ ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Check Also

নরসিংদীতে জাল নোটের বান্ডিলসহ একজন আটক

॥ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি ॥ ন রসিংদীর শিবপুর উপজেলার চৈতন্য বাসস্ট্যান্ড এলাকা থেকে জাল …