Sunday , 2 November 2025

“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিবাদ্যকে সামনে রেখে বেলকুচিতে পালিত হল ৫৪ তম জাতীয় সমবায় দিবস।

॥ আশিকুর রহমান, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

নিবার সকাল ১১ টায় বেলকুচি উপজেলা পরিষদ অডিটরিয়ামে বেলকুচি উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ী বৃদ্ধের আয়োজন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এক সময় জমিদার প্রথা চালু ছিল। সে সময়ে জমিদাররা কৃষকদের উচ্চ সুদে ঋণ দিত। ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে কৃষকদের জমিজমা ও ঘরবাড়ি জমিদাররা লিখে নিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রানা ইসলাম, অনুষ্ঠানে বেলকুচি সমবায় সমিতির সদস্য এন্তাজ আলী প্রামানিক তার বক্তব্যে বলেন সমবায়ের ইতিহাস অতি প্রাচীন ও ঐতিহ্যহাসিক

সমবায়ের সূচনা হয়েছিল নির্যাতিত কৃষকদের জমিদারের হাত থেকে রক্ষা করার জন্য। এক সময় জমিদার প্রথা চালু ছিল। সে সময়ে জমিদাররা কৃষকদের উচ্চ সুদে ঋণ দিত। ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে কৃষকদের জমিজমা ও ঘরবাড়ি জমিদাররা লিখে নিত। এতে করে কৃষকরা নিঃস্ব হয়ে যেত। পরে সমবায়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করে কৃষকরা উদ্যোগী হয়ে উঠতো । এভাবে সমবায়ের উদ্ভব হয়।

Check Also

সিরাজগঞ্জ সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচি’র বীজ ও রাসায়নিক সার বিতরণ:

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ ২ ০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, চিনাবাদাম, সূর্যমূখী …