Saturday , 1 November 2025

সাগর-নদীতে আজ থেকে ৮মাসের জন্য ঝাটকা সংরক্ষণ অভিযান শুরু

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥

ঝা টকা ইলিশ সংরক্ষণে আজ শনিবার থেকে সাগর ও সুন্দরবনের নদ-নদীতে শুরু হয়েছে টানা ৮মাসের অভিযান। এ অভিযান চলাকালে কোন জেলে ঝাটকা আহরণ করতে পারবেন না।

ঝাটকা আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ঝাটকার জাল ব্যবহার ছাড়া অন্যান্য জাল দিয়ে ঝাটকা বাদে অপর প্রজাতির মাছ আহরণ করতে পারবেন। ঝাটকাকে বড় ইলিশে পরিণত করার জন্যই এ ঝাটকা সংরক্ষণ অভিযান।

এ অভিযান চলাকালীন সময়ে কার্ডধারী জেলেদের প্রত্যেককে ৮০ কেজি করে দুই দফায় ১৬০ কেজি চাল সহায়তা দেয়া হবে বলে নিশ্চিত করেন মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, ১০ ইঞ্চির কম সাইজের ইলিশকে ঝাটকা বলা হয়। এ ঝাটকাকে বড় হওয়ার জন্যই এই টানা ৮ মাসের অভিযান।

এই সময়ে ঝাটকা আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এ অভিযান চলাকালে কার্ডধারী প্রত্যেক জেলেকে মোট ১৬০ কেজি করে চাল সহায়তা দেয়া হবে।

Check Also

জমি নিয়ে বিরোধের জেরে চাচা হাতে ভাতিজা খুন

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ ন রসিংদীর রায়পুরায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচার …