Monday , 3 November 2025

বন বিভাগের পতাকা লাগিয়ে হরিণ শিকারের চেষ্টা ; আটক ৭

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥

ন বিভাগের পতাকা লাগিয়ে সুন্দরবনের গহীনে ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টার সময় সাত জন শিকারীকে আটক করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দলের পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে তাদের আটক করা হয়।

তিনি বলেন, ‘আটক ব্যক্তিদের নিকট থেকে ১০০ হরিণ শিকারের হাঁটা ফাঁদ, দুটি ট্রলার, একটি বন বিভাগের পতাকা, সুইজাল ২০ মিটার, করাত একটি, কন্টেইনার ২০টি, হরিণের মাংস রান্না করতে আনা চারটি ডেসকি, ককসেট দুটি, তেরপাল তিনটি ও দুটি ড্রাম জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- মনোজ পাল, মজিবুর রহমান, আলী হোসেন, মুসাক আলী মোল্লা, মোজাম্মেল শেখ, খান তামিম ও মল্লিক অহিদ। তাদের একজনের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলায় আর বাকি ছয় জন রামপাল উপজেলায়।

সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, শনিবার দিবাগত রাত ১টার দিকে পরিচালিত অভিযানের ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টাকালে সাত জনকে আটক করা হয়। তারা মানুষের চোখ ফাঁকি দিতে তাদের ট্রলারে বন বিভাগের পতাকা লাগিয়ে রাখে। এরা সবাই দুবলার চরে রাস উৎসবে যোগ দিতে চেয়েছিলেন।

তিনি বলেন, ‘আটক ব্যক্তিদের নিকট থেকে ১০০ হরিণ শিকারের হাঁটা ফাঁদ, দুটি ট্রলার, একটি বন বিভাগের পতাকা, সুইজাল ২০ মিটার, করাত একটি, কন্টেইনার ২০টি, হরিণের মাংস রান্না করতে আনা চারটি ডেসকি, ককসেট দুটি, তেরপাল তিনটি ও দুটি ড্রাম জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে রোববার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Check Also

উল্লাপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়ায় সাম্য ও সমতায় দেশ গরব …