Monday , 3 November 2025

মোংলায় মাদক ব্যবসায়ীকে পুলিশে দিলো এলাকাবাসী

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥

মোং লায় মাদকবিরোধী যুব সমাজের উদ্যোগে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা পাখিমারা কাঠের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে এলাকাবাসী আটকে রাখে। পরে মোংলা চটেরহাট পুলিশ ক্যাম্পের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ময়েন উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার কারণে এলাকার তরুণ সমাজ ধীরে ধীরে নষ্ট হয়ে পড়ছে। এ ছাড়া, ৫ আগস্টের পর থেকে এলাকায় ঘন ঘন চুরির ঘটনা ঘটছে — কয়েকটি ঘরে চুরি, একটি মোটরসাইকেল চুরি এবং বাংলালিংক টাওয়ারের যন্ত্রাংশ চুরির ঘটনাও ঘটে।

আটক মাদক ব্যাবসায়ী মোঃ ময়েন উদ্দিন মল্লিক (৪২)। তিনি সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইসহাক মল্লিকের ছেলে। এলাকাবাসী জানান, শনিবার রাতে নিজের ঘেরের পাশে থাকা ঘরে মাদক সেবন ও বেচাকেনার প্রস্তুতি নিচ্ছিলেন ময়েন উদ্দিন। এসময় সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা ঘেরাও করে তাকে ধরে ফেলে। পরে তার কাছ থেকে বিক্রির জন্য ১০০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও কিছু পোড়া টাকা উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, ময়েন উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার কারণে এলাকার তরুণ সমাজ ধীরে ধীরে নষ্ট হয়ে পড়ছে। এ ছাড়া, ৫ আগস্টের পর থেকে এলাকায় ঘন ঘন চুরির ঘটনা ঘটছে — কয়েকটি ঘরে চুরি, একটি মোটরসাইকেল চুরি এবং বাংলালিংক টাওয়ারের যন্ত্রাংশ চুরির ঘটনাও ঘটে। এসব ঘটনার সঙ্গেও এলাকার চিহ্নিত আরও কিছু মাদক ব্যবসায়ীর যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, “মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় থানার এ কর্মকর্তা।

Check Also

উল্লাপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়ায় সাম্য ও সমতায় দেশ গরব …