Monday , 3 November 2025

উল্লাপাড়ায় বিশ্বের বিখ্যাত ‘সেরাজেম থেরাপি সেন্টার’ উদ্বোধন

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়ার কৃষকগঞ্জ বাজারে জায়েদা জামাল মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে বিশ্বের খ্যাতনামা সেরাজেম থেরাপি সেন্টার উদ্বোধন করা হয়েছে।

 

বক্তারা আরও বলেন, নিয়মিত সেরাজেম থেরাপি গ্রহণের মাধ্যমে মানুষ নিজেকে সুস্থ, প্রাণবন্ত ও ব্যথামুক্ত রাখতে পারে। দক্ষিণ কোরিয়ার বিশ্বমানের ব্র্যান্ড হিসেবে সেরাজেম ইতিমধ্যে বিশ্বের ১ নম্বর থেরাপি প্রোডাক্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে।

শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দৈনিক ইত্তেফাক পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি এ. আর. জাহাঙ্গীর। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত আধুনিক ও উচ্চমানসম্পন্ন সেরাজেম ডিভাইসের মাধ্যমে এ থেরাপি সেন্টারে সেবা দেওয়া হবে। এই থেরাপি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মেরুদণ্ডজনিত বিভিন্ন ব্যথা ও সমস্যার কার্যকর সমাধান প্রদান করে।

বক্তারা আরও বলেন, নিয়মিত সেরাজেম থেরাপি গ্রহণের মাধ্যমে মানুষ নিজেকে সুস্থ, প্রাণবন্ত ও ব্যথামুক্ত রাখতে পারে। দক্ষিণ কোরিয়ার বিশ্বমানের ব্র্যান্ড হিসেবে সেরাজেম ইতিমধ্যে বিশ্বের ১ নম্বর থেরাপি প্রোডাক্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এ উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমসি জেনারেল হাসপাতাল মাটির ডালি বগুড়া, পরিচালক, মোঃ নাজমুল আলম, বেলকুচি, সোগুনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক, মোঃ আব্দুস সামাদ আজাদী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Check Also

উল্লাপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়ায় সাম্য ও সমতায় দেশ গরব …