Monday , 3 November 2025

সিরাজগঞ্জ সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচি’র বীজ ও রাসায়নিক সার বিতরণ:

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, চিনাবাদাম, সূর্যমূখী (হাইব্রীড),শীতকালীন, পেয়াঁজ, মসুর, খেসারী ও অড়হড় উৎপাদন, বৃদ্ধির লক্ষ্যে- কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায়- ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের নিয়ে আলোচনা সভার পর বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভউদ্বোধন করা হয়।

 

এসময়ে সিরাজগঞ্জ সদর উপজেলা  কৃষি অফিসের সহঃ কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, এসএপিপিও, উচ্চমান সহঃ কাম-হিসাব রক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, অঃসহঃকাম-কম্পিঃ মুদ্রাঃ মোঃ মাহমুদুল সরকার সহ এবং বক্তব্য রাখেন, কৃষক মোঃ আক্তার হোসেন, পর্যায়ক্রমে মোট ৮৩১০, জন প্রান্তিক কৃষক কৃষাণীদের মাঝে এই প্রনদনা বিতরণ করা হবে ।

এতে সদর উপজেলা১’টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের সুবিধাভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে জন প্রতি ১’কেজি করে সরিষা বীজ, ডিএপি সার-১০কেজি, এমওপি-১০কেজি করে  বিতরণ করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  সিরাজগঞ্জের আয়োজনে,
রবিবার (২নভেম্বর-২০২৫ খ্রিঃ) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলা কৃষি অফিসের হলরুমে-উক্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট – মুহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ এ.কে.এম.মনজুরে মাওলা, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ আনোয়ার সাদাত প্রমুখ। এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন । স্বাগত বক্তব্যে রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস.এম. নাসিম হোসেন এবং সঞ্চালনা করেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদী রহমান এবং মারুফা আক্তার।

এসময়ে সিরাজগঞ্জ সদর উপজেলা  কৃষি অফিসের সহঃ কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, এসএপিপিও, উচ্চমান সহঃ কাম-হিসাব রক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, অঃসহঃকাম-কম্পিঃ মুদ্রাঃ মোঃ মাহমুদুল সরকার সহ এবং বক্তব্য রাখেন, কৃষক মোঃ আক্তার হোসেন, পর্যায়ক্রমে মোট ৮৩১০, জন প্রান্তিক কৃষক কৃষাণীদের মাঝে এই প্রনদনা বিতরণ করা হবে । আজ০২/১১/২০২৫, উদ্বোধনী দিনে ১৫০০ জন প্রান্তিক কৃষক কৃষাণীদের মাঝে পরিবার প্রতি ১ কেজি সরিষার বীজ ,১০ কেজি এমপি সার,১০, কেজি টিএসপি সার বিতরণ করা হয়েছে। আমন্ত্রিত সকল সুবিধাভোগী  কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।

Check Also

উল্লাপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়ায় সাম্য ও সমতায় দেশ গরব …