Monday , 3 November 2025

উল্লাপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়ায় সাম্য ও সমতায় দেশ গরব এই প্রতিপাদ্য কে সামনে রেখে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ৫৪ তম জাতীয় সময় দিবস পালিত হয়েছে।

 

এ সময় উপস্থিত বক্তারা বলেন, সমবায় আন্দোলন গ্রামীণ অর্থনীতির একটি চালিকাশক্তি। সম্মিলিত উদ্যোগে সমবায়ের মাধ্যমে সমাজ উন্নয়ন ও স্বনির্ভর অর্জন সম্ভব বলে মনে করেন সমবায়ীরা।

এ উপলক্ষে শনিবার (১ লা নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য রালি বের হয়। রালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে এসে শেষ হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোছাম্মদ শারমিন আক্তার রিমা উপজেলা সহকারী ভুমি, মাহবুবুর রহমান ভূইয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,আব্দুল কাদের বিশ্বাস উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, সমবায় আন্দোলন গ্রামীণ অর্থনীতির একটি চালিকাশক্তি। সম্মিলিত উদ্যোগে সমবায়ের মাধ্যমে সমাজ উন্নয়ন ও স্বনির্ভর অর্জন সম্ভব বলে মনে করেন সমবায়ীরা।

Check Also

সিরাজগঞ্জ মতিন সাহেবের ঘাটে ছোঁয়া মনি” ডকইয়ার্ড ” এর শুভ উদ্বোধন করলেন হাজী মো: আব্দুস সাত্তার

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ সি রাজগঞ্জ যমুনার বুকে মালামাল বহনকারী ভারী ড্রেজার সহ বিশাল …