Tuesday , 4 November 2025

সিরাজগঞ্জ মতিন সাহেবের ঘাটে ছোঁয়া মনি” ডকইয়ার্ড ” এর শুভ উদ্বোধন করলেন হাজী মো: আব্দুস সাত্তার

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

সি রাজগঞ্জ যমুনার বুকে মালামাল বহনকারী ভারী ড্রেজার সহ বিশাল বিশাল নৌজান মেরামত ও খুচরা যন্ত্রাংশের জন্য যেতে হতো ঢাকার বুড়িগঙ্গা, নারায়ণগঞ্জ এবং চিটাগং সহ দূরদূরান্তের কোন বন্দরে।

 

উত্তরবঙ্গের ১৬ টি জেলার নৌ বন্দরে চলাচলরত ড্রেজার মেরামত করা যায়। সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করলেন। সোমবার ০৩ নভেম্বর ২০২৫.সকাল ১১ ঘটিকায় ছোয়ামনি ডকইয়ার্ড এর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো নতুন যাত্রা।

 এই ভোগান্তি উপলব্ধি করতে পেরেছিলেন সিরাজগঞ্জের আলোকিত মুখ হাজী মো: আব্দুস সাত্তার । তিনি স্বপ্ন দেখেছিলেন এমন একটি কারখানা সিরাজগঞ্জ শহরে করবেন, যাতে উত্তরবঙ্গের ১৬ টি জেলার নৌ বন্দরে চলাচলরত ড্রেজার মেরামত করা যায়। সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করলেন। সোমবার ০৩ নভেম্বর ২০২৫.সকাল ১১ ঘটিকায় ছোয়ামনি ডকইয়ার্ড এর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো নতুন যাত্রা।

এর ফলে উত্তরবঙ্গে এই প্রথম অত্যাধুনিক মানের উন্নত প্রযুক্তিতে নতুন ড্রেজার, বাল্কহেট তৈরি ও মেরামত সহ সকল যন্ত্রাংশ পাওয়া যাবে। এখন থেকে সিরাজগঞ্জের মতিন সাহেবের ঘাটেই পাওয়া যাবে এই সেবা গুলো। যার প্রচেষ্টায় এই ছোয়ামনি ডকইয়ার্ড এর শুভ উদ্বোধন, তিনি হচ্ছেন প্রোপাইটর হাজী মো: আব্দুস সাত্তার।

Check Also

নরসিংদীর ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ আ সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে …