Tuesday , 4 November 2025

মোংলায় গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিলেন যুব-সমাজ

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥

মোং লায় সুন্দরবন ইউনিয়নে মাদকবিরোধী যুব সমাজের উদ্যোগে গাঁজাসহ এক মাদক কারবারিকে ধরে পুলিশে দিয়েছে এলাকার যুব সমাজ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের ২ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করে রাখে এলাকার যুবকরা। পুলিশের উপস্থিতিতে তার কাছ থেকে গাঁজা জব্দ করা হয়।

বাচ্চু দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের সঙ্গে জড়িত। তার কারণে এলাকার তরুণ সমাজ ধীরে ধীরে নষ্ট হয়ে পড়ছে। তার সঙ্গেও এলাকার চিহ্নিত আরও কিছু মাদক ব্যবসায়ীর যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা। গত ১ নভেম্বর একই এলাকার মাদক ব্যাবসায়ী মঈনউদ্দীন কে মাদক সহ স্থানীয়রা পুলিশে ধরিয়ে দেয়।

পরে মোংলা চটেরহাট পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত অফিসার এস আই রফিকুল ইসলামের মাধ্যমে মোংলা থানায় সোপর্দ করা হয়। আটক মাদক কারবারি তিনি সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হালিম ফকিরের ছেলে বাচ্চু ফকির। এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে বাচ্চুর নিজ বাড়ির সামনে রাস্তার উপর মাদক সেবন ও বেচাকেনার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা ঘেরাও করে তাকে ধরে ফেলে। পরে তার কাছ থেকে বিক্রি ও সেবন করার জন্য রাখার গাঁজা, উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, বাচ্চু দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের সঙ্গে জড়িত। তার কারণে এলাকার তরুণ সমাজ ধীরে ধীরে নষ্ট হয়ে পড়ছে। তার সঙ্গেও এলাকার চিহ্নিত আরও কিছু মাদক ব্যবসায়ীর যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা। গত ১ নভেম্বর একই এলাকার মাদক ব্যাবসায়ী মঈনউদ্দীন কে মাদক সহ স্থানীয়রা পুলিশে ধরিয়ে দেয়।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, “মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে বলে জানায় থানার এ কর্মকর্তা।

Check Also

কোস্ট গার্ডের অভিযানে সমুদ্র হতে জীবিত পর্যটক উদ্ধার

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥ রা স মেলায় আগত পর্যটক নিখোঁজ, কোস্ট গার্ডের …