Tuesday , 4 November 2025

এই মনোনয়ন শুধু আমার নয়, রাজবাড়ী-১ আসনের প্রতিটি নেতাকর্মীর……আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রা জবাড়ীর গোয়ালন্দে বিএনপির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ৪ নভেম্বর মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার সময় উপজেলা বিএনপি আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও সভা অনুষ্ঠিত হয়।

বেপরয়া গতিতে চলার কারণে মাটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রীজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতেকরে সুমাইয়া সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় সভায় বিএনপি সদ্য ঘোষিত রাজবাড়ী ১ আসনের মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচছা জানান। শুভেচ্ছা বিনিময় শেষে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আপনাদের মনের আশা-আকাঙ্ক্ষা বুঝে আমাকে মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন আমাকে নয়, বরং আপনাদেরকেই দিয়েছেন। এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খৈয়ম আরও বলেন, আমি আপনাদের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তিনি আমাকে আবারও আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আগামী সংসদ নির্বাচনে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ কে বিজয়ী করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবিব, আকমল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কেএ সবুর শাহিন, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাড. এবিএম আব্দুস ছাত্তার, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি রুস্তম আলী মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মাহবুবুল আলম শাহীন ও মো. ইলিয়াস মিয়া, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. নেকবর হোসেন মনি ও মুরাদ আল রেজা, উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান,

উপজেলা শ্রমিক দলের সভাপতি মো : সরোয়ার হোসেন মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মণ্ডল, পৌরসভার সাবেক কমিশনার জাজিউর রহমান রাসেল, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Check Also

ধানগড়া পৌরসভার চারমাথা চত্বরে বিএনপি’র পথসভা অনুষ্ঠিত

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া পৌরসভার চারমাথা …