Wednesday , 5 November 2025

রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে তাই বলে নিজের দলের অফিসে এমন নৈরাজ্য কাম্য নয়।

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

কাল আনুমানিক সকাল ০৯:৩০ ঘটিকার সময় উল্লাপাড়া উপজেলাধীন ধামাইল কান্দি বাজার বিএনপি অফিসের কেয়ারটেকার, বাঙ্গালা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সৌরভের নিকট থেকে চাবি নিয়ে নিম্নবর্ণিত ব্যক্তিবর্গ তথায় অনুপ্রবেশ করে অফিসের দেয়ালে টাঙানো শহীদ জিয়া, বেগম জিয়া ও জনাব তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ছিড়ে অফিসের বাইরে ফেলে দেয়। এরপর অফিসটি তালা বন্ধ করে তারা চাবি নিয়ে চলে যায়।

 

এই অপকর্মকারীরা সকলেই সম্প্রতি বিএনপি ঘোষিত সম্ভাব্য মনোনয়ন প্রাপ্ত জনাব এম আকবর আলীর সমর্থক বলে কথিত।

উল্লেখ্য যে, অফিসটি এই আসনের মনোনয়ন প্রত্যাশী ডিআইজি (অব:) খান সাঈদ হাসান জ্যোতির তত্ত্বাবধানে পরিচালিত হতো। এবং এই অপকর্মকারীরা সকলেই সম্প্রতি বিএনপি ঘোষিত সম্ভাব্য মনোনয়ন প্রাপ্ত জনাব এম আকবর আলীর সমর্থক বলে কথিত।

অনুপ্রবেশ ও অনিষ্ঠকারীদের নাম ও পরিচয়:
১) মো: জিল্লার প্রামানিক; সাবেক সভাপতি, ৭নং ওয়ার্ড বিএনপি বাঙ্গালা ইউনিয়ন। ২) মো: জহুরুল ইসলাম সাবেক সেক্রেটারি, ৭নং ওয়ার্ড বিএনপি, বাঙ্গালা ইউনিয়ন। ৩) পল্লী ডাক্তার আব্দুল মালেক; সাবেক সভাপতি, ৭নং ওয়ার্ড বিএনপি বাঙ্গালা ইউনিয়ন। ৪) সরোয়ার, পিতা জাহের; গ্রাম- ভয়নগর। ৫) জহুরুল, পিতা জিন্দার আলী; গ্রাম- শহরিয়ারপুর।
৬) সোহেল, পিতাঃ আব্দুস সোবহান মন্ডল; গ্রাম- বাঙ্গালা। ৭) কুদ্দুস, পিতা শাহজাহান; গ্রাম- মধ্য মহেশপুর। স্থানীয় সাক্ষী মোঃ আইয়ুব আলী এবং হযরত আলীর সামনেই ঘটনাটি সংঘটিত হয়।

Check Also

রায়পুরায় নির্বাচনপূর্ব শান্তি-শৃঙ্খলা রক্ষায় চরাঞ্চলে কেন্দ্র পরিদর্শক!

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ আ সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে …