Wednesday , 5 November 2025

তিন মাদক ব্যাবসায়ীকে অর্থদন্ড সহ বিনাশ্রম কারাদন্ড

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥

বা গেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায়। জেলা মাদক দ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ডসহ ৩ জনকে কারাদণ্ড প্রদান করা হয়।

বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে ড্যান্ডি (নেশা করার আঠা) গাঁজা ও গাঁজার বিড়ি সেবন ও বিক্রির জন্য মজুদ করা গাঁজা জব্দ করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলো মোঃ মহিম শেখ (২৯),মোঃ হাসিবুল শেখ (৪২),মোঃ সোহেল শেখ (২৮), মোঃমহিম শেখকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড, হাসিবুল শেখ ও সোহেল শেখ কে ৬ মাসের কারাদন্ড সহ তাদের অর্থদন্ড দেয়া হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বুলু শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রাম্যমান আদালত কর্তৃক সাজাপ্রাপ্তদের বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, বুধবার (৫ নভেম্বর) সকাল ৮ টায় মোড়েলগঞ্জ উপজেলায় বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে ড্যান্ডি (নেশা করার আঠা) গাঁজা ও গাঁজার বিড়ি সেবন ও বিক্রির জন্য মজুদ করা গাঁজা জব্দ করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক এস এম জাফরুল আলম ও তার সহকর্মীরা।

পরে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অর্থদন্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। দুই জনকে ৬ মাসের এবং এক জনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। এই ব্যাপারে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের বিচারক হাবিবুল্লাহ বলেন, মাদক বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।

Check Also

সলংগার চাঞ্চল্যকর মিশু চালক হত্যার রহস্য উদঘাটন

॥  এম আরিফুল ইসলাম, সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ চা ঞ্চল্যকর ক্লুলেস সলঙ্গা থানা এলাকার অটো মিশুক …