Wednesday , 5 November 2025

সলংগার চাঞ্চল্যকর মিশু চালক হত্যার রহস্য উদঘাটন

॥  এম আরিফুল ইসলাম, সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

চা ঞ্চল্যকর ক্লুলেস সলঙ্গা থানা এলাকার অটো মিশুক গাড়ি চালক আমিরুল ইসলাম’কে হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন, অটো মিশুক গাড়ীর মালামাল উদ্ধারসহ ঘটনার সহিত জড়িত ০৩ জন আসামী গ্রেফতার।

 

লঙ্গা থানাধীন রামকৃষ্ণপুর ইউনিয়নের চক নিহাল উত্তরপাড়া গ্রামস্থ একটি ডোবার কচুরিপানার নিচে অজ্ঞাত পুরুষ/নারী ব্যক্তির মৃত দেহ (কঙ্গাল) দেখতে পেয়ে এলাকাবাসীর লোক মুখে আমিরুলের মা জানতে পেরে ঘটনাস্থলে এসে প্যান্ডের কাপড় দেখে কঙ্গালটি আমিরুলের বলে সনাক্ত করেন। এ সংক্রান্তে সলঙ্গা থানায় একটি অপহরণ মামলা রুজু হয়।

বাংলাদেশ পুলিশ জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। সেই লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার পুলিশ সংঘবদ্ধ হত্যাকান্ডসহ চাঞ্চল্যকর যে কোন ঘটনায় দ্রুত সাড়া দিয়ে ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিতকল্পে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

ডিসিষ্ট মোঃ আমিরুল ইসলাম(২০), পিতা-মৃত আহম্মদ আলী, মাতা-মোছাঃ আমিনা খাতুন, সাং-অলিদহ, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ প্রতিদিনের ন্যায় ০৫/০৮/২০২৫ খ্রিঃ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় নিজ বসত বাড়ী হতে মিশুক গাড়ি নিয়ে ভাড়া মারার জন্য বের হয়। কিন্তু রাত হয়ে গেলেও বাড়ীতে আর ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে।

খোঁজাখুজি করে ডিসিষ্ট আমিরুলকে না পেয়ে সলঙ্গা থানা একটি নিখোঁজ জিডি করেন। অজ্ঞাতনামা দূষ্কৃতিকারীরা ডিসিষ্ট আমিরুলের মিশুক গাড়িসহ পরিকল্পিতভাবে জোরপূর্বক অপহরণ করেছে। পরবর্তীতে গত ১৮/১০/২০২৫ খ্রিঃ বিকাল অনুমান ১৫.০০ ঘটিকার সময় সলঙ্গা থানাধীন রামকৃষ্ণপুর ইউনিয়নের চক নিহাল উত্তরপাড়া গ্রামস্থ একটি ডোবার কচুরিপানার নিচে অজ্ঞাত পুরুষ/নারী ব্যক্তির মৃত দেহ (কঙ্গাল) দেখতে পেয়ে এলাকাবাসীর লোক মুখে আমিরুলের মা জানতে পেরে ঘটনাস্থলে এসে প্যান্ডের কাপড় দেখে কঙ্গালটি আমিরুলের বলে সনাক্ত করেন। এ সংক্রান্তে সলঙ্গা থানায় একটি অপহরণ মামলা রুজু হয়।

সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় নিবিড় পর্যবেক্ষণ করে জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এ্যান্ড অপস্) এর নেতৃত্বে জনাব সাইফুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল, সিরাজগঞ্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ একরামুল হোসাইন, পিপিএম এর তত্বাবধানে ডিবির এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক, বিপিএম, এএসআই(নিঃ)/মোঃ আব্দুল জলিল প্রামানিক, এএসআই(নিঃ)/মোঃ আরিফুর রহমান, এএসআই(নিঃ)/মোঃ জাহাঙ্গীর আলম’সহ একটি চৌকস টিম গঠন করেন। চৌকস টিমটি তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সহিত জড়িত আসামীদের সনাক্তপূর্বক আসামী

১। মোঃ সাহেব আলী প্রামানিক(২৫), পিতা-মৃত সোহরাব আলী, সাং-চক নিহাল, থানা-সলঙ্গা ও ২। মোঃ আব্দুল আজিম প্রাং(৩১), পিতা-মৃত আব্দুল বাহের, সাং-ওয়াসিন, থানা-তাড়াশ, উভয় জেলা-সিরাজগঞ্জদ্বয়কে গ্রেফতার করে তাদের দেখানো ও সনাক্ত মতে তাদের নিজ নিজ হাতে বের করে দেয়া মোতাবেক ডিসিষ্ট আমিরুলের নিকট হতে লুন্ঠিত অটোভ্যানের (ক) ০১টি অটোর হ্যান্ডেল, (খ) সামনের চাকার কাপ ০২টি, (গ), মিটার ০১টি, (ঘ) নষ্ট হেডলাইট ০১টি, (ঙ) ৪০০-১২ সাইজের গাজী টায়ার রিংসহ ০৩টি চাকা, (চ) লোহার তৈরী অটোগাড়ীর বডি ০১টি উদ্ধার করতঃ ০৫/১১/২০২৫ খ্রিঃ সময় ০১.৩০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। জড়িত আসামী ৩। মোঃ মনিরুজ্জামান সরকার(৪৪), পিতা-মৃত শাহজাহান আলী, সাং-চক নিহাল, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ গ্রেফতারপূর্বক তার দেখানো, সনাক্ত ও নিজ হাতে বের করে দেয়া মতে ভিকটিমের লুন্ঠিত অটোভ্যানের ০৪ টি ব্যাটারী JINDING POWER PLUS কোম্পানীর 6-EV-12V ব্যাটারী ০৩টি এবং H-POWER PLUS কোম্পানীর 6-DGA-300-12V ব্যাটারী ০১টি উদ্ধার করে ০৫/১১/২০২৫ খ্রিঃ সময় ০৯.৩০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামীগণ নিজেদের সম্পৃক্ততাসহ ঘটনার বিষয়ে লোমহর্ষক বর্ণনা দেয় এবং গ্রেফতারকৃত ০৩জন আসামী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

Check Also

তিন মাদক ব্যাবসায়ীকে অর্থদন্ড সহ বিনাশ্রম কারাদন্ড

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥ বা গেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায়। জেলা মাদক দ্রব নিয়ন্ত্রণ …