Tuesday , 23 December 2025

৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রায়গঞ্জ উপজেলা পৌর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। শুক্রবার সকালে পৌর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

 

৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রায়গঞ্জ উপজেলা পৌর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। শুক্রবার সকালে পৌর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব মোঃ শামসুল ইসলাম। এসময় বক্তব্য দেন রায়গঞ্জ-তারাশ-সলঙ্গা অঞ্চলের বিএনপি নেতৃবৃন্দ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত ও মনোনয়ন প্রত্যাশী ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি’র মনোনীত প্রার্থী জনাব মোঃ ভিপি আইনুল হক।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ দুলাল খান, ব্যারিস্টার মোঃ বাতেন শেখ, মোঃ কামাল হোসেন ও মোঃ সাব্বির হোসেন প্রমুখ। সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং দলের শীর্ষ নেতৃবৃন্দের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Check Also

তারেক রহমানকে ঢাকায় স্বাগত জানাতে মোংলায় বিএনপির এমপি প্রার্থী লায়ন ফরিদের প্রস্তুুতি

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ বি এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন …