Saturday , 8 November 2025

বেলকুচি থানা পুলিশের তৎপরতায় বৃদ্ধ ফিরে পেল তার পরিবার

॥ আশিকুর রহমান, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

ত ০৬/১১/২৫ খ্রীঃ সন্ধ্যার দিকে ৯৯৯ (হট লাইন) ফোন কল করেন জনতা । সংবাদের প্রেক্ষিতে গিয়ে পুলিশ এক বৃদ্ধ লোককে উদ্ধার করে বেলকুচি থানা পুলিশ। জানা যায় লোকটি হারিয়ে গেছে। বৃদ্ধ লোকটি শুধু তার নাম মোঃ নওশেদ আলী মোল্লা (৬৫) বলতে পেরেছিল এর বেশি কিছু বলতে পারে নাই।

 

বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের পিতা দুনিয়ার মায়া ত্যাগ করে চির বিদায় নিয়েছিলেন। তিনি বলেন পিতা যে কি জিনিস যার নেই শুধু সেই বুঝে। এ জন্য তিনি সকলের বৃদ্ধ মা বাবার খেয়াল রাখার জন্য সমাজের সকলের প্রতি আহ্বান জানান।

পরে লোকটিকে বেলকুচি থানায় হেফাজতে রেখে বৃদ্ধের ঠিকানা ও পরিচয় সন্ধানের জন্য ফেসবুক, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে সনাক্তকরণের চেষ্টা করা হয়। অবশেষে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তার নাম ঠিকানা সনাক্ত করা হয়।। জানা যায় তার নাম- মোঃ নওশেদ আলী মোল্লা (৬৫), পিতা- মৃত- জহির মোল্লা, মাতা- মৃত- নেশা খাতুন, সাং- কাশিপুর, ডাক- কায়েমপুর, থানা শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ।
তাহার ৩ মেয়ে ও ১ ছেলে সন্তান আছে। তার ছেলের নাম মোঃ সাদ্দাম আলী (৩৩) তিনি টাঙ্গাইলে তাঁতের কাজ করে।

পরবর্তীতে তার সন্তানের সাথে যোগাযোগ করা হলে তার নিজের ঔরসজাত সন্তান বাবার কথা শুনে দ্রুত থানায় এসে তার বাবাকে সুস্থ অবস্থায় নিয়ে যায়।
বেলকুচি থানা ওসি মোঃ শহিদুল ইসলাম জানান দিনটি ছিল গত ৬ নভেম্বর যেদিন বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের পিতা দুনিয়ার মায়া ত্যাগ করে চির বিদায় নিয়েছিলেন। তিনি বলেন পিতা যে কি জিনিস যার নেই শুধু সেই বুঝে। এ জন্য তিনি সকলের বৃদ্ধ মা বাবার খেয়াল রাখার জন্য সমাজের সকলের প্রতি আহ্বান জানান।

Check Also

সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্রের পুকুরে ২৩টি কচ্ছপ অবমুক্ত

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥ বি লুপ্ত প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা’র প্রজনন ও …