Saturday , 8 November 2025

তাড়াশের দেশীগ্রাম.কাটাগাড়ী বাজারের পুকুর দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশী গ্রাম ইউনিয়নের কাটাগাড়ি বাজারের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বক্তারা বলেন, “উষাইকোল গ্রামে বহু বছর ধরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বিরাজ করছে। কিন্তু আশুতোষ স্যানালের এই বেআইনি দখলচেষ্টা গ্রামবাসিদের অশান্তি সৃষ্টি করছে।” তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে,

শনিবার (৮ নভেম্বর২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কাঁটাগাড়ী বাজার জামে মসজিদ চত্বরে উষাইকোল গ্রামের হিন্দু ও মুসলিম জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

আয়োজকদের অভিযোগ, আশুতোষ স্যানাল ও তার সহযোগী গজেন্দ্রনাথ মাহাতোসহ কয়েকজন দীর্ঘদিন ধরে মসজিদ, মন্দির ও মাদ্রাসার নামে লীজ নেওয়া পুকুরগুলো জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন। তারা ভুয়া কাগজপত্র তৈরি করে এসব পুকুর নিজেদের নামে নেয়ার অপচেষ্টা করছেন।

মানববন্ধনে দেশীগ্রাম মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও শিল্পপতি আলহাজ্ব মো: সবুজ তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বপন কুমার সিং, সাবেক ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম, মো. জাফর হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “উষাইকোল গ্রামে বহু বছর ধরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বিরাজ করছে। কিন্তু আশুতোষ স্যানালের এই বেআইনি দখলচেষ্টা গ্রামবাসিদের অশান্তি সৃষ্টি করছে।” তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে, এই ভুয়া দখলচেষ্টা বন্ধের জোর দাবি জানান। মানববন্ধনে উষাইকোল গ্রামের প্রায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

Check Also

সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্রের পুকুরে ২৩টি কচ্ছপ অবমুক্ত

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥ বি লুপ্ত প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা’র প্রজনন ও …