॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥
বি পুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী ও দোকান মালিক কল্যাণ সমবায় সমিতি লিঃ এর অঙ্গ প্রতিষ্ঠান নোয়াখালী সুপার মাকের্টের ব্যবস্থাপনা কমিটি-২০২৫ সালের কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করায় নির্বাচন পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানিয়ে ব্যবসায়ী ও দোকান মালিকরা নির্বাচিত কমিটিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এদিকে পরাজিত প্রার্থী একেএম ছাইফ উদ্দিন সোহান ও মো.সাঈদ-উল-হাসান পরিষদ বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন।
নির্বাচনে ২৫৭ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. ইকরাম উল্লাহ ডিপটি। তাঁর নির্বাচনী প্রতীক ছিল ছাতা। নিকটতম প্রতিদ্ব›দ্ধী একেএম ছাইফ উদ্দিন পেয়েছেন ১৩৭ ভোট। তাঁর নির্বাচনী প্রতীক ছিল আনারস। সাধারণ সম্পাদক পদে ২৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম রায়হান। তার নির্বাচনী প্রতীক ছিল দেয়াল ঘড়ি। নিকটতম প্রতিদ্বদ্ধী মো. সাঈদ-উল-হাসান পেয়েছেন ১৫৭ ভোট। তার নির্বাচনী প্রতীক ছিল দোয়াত কলম।
শনিবার (৮ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে একটানা ভোট গ্রহন চলে। বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষে রাত ৯টায় ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এসময় ভোটার সমর্থদের উল্লাস করতে দেখা যায়। নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সোহরাব হোসেন।
এতে মো. ইকরাম উল্লাহ ডিপটি কে সভাপতি ও মো. সিরাজুল ইসলাম রায়হান কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় । এছাড়াও ঘোষিত ফলাফলে অন্য বিজয়ীরা হলেন মো. সিরাজ উদ্দিন সহসভাপতি, মো. আজিজুর রহমান, মো. আবু ইউসূফ, আবুল বাশার, মো. গোলাম হায়দার, মো. নুরুন্নবী ও মোসলেহ উদ্দিন ইকবাল সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করায় নির্বাচন পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানিয়ে ব্যবসায়ী ও দোকান মালিকরা নির্বাচিত কমিটিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এদিকে পরাজিত প্রার্থী একেএম ছাইফ উদ্দিন সোহান ও মো.সাঈদ-উল-হাসান পরিষদ বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল