॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৯৬ টি পরিবারের মাঝে ৩৯২টি উন্নত জাতের ছাগল বিতরণ করা হয়েছে।
আপনাদের হাতে তুলে দিয়েছি এগুলোকে লালন পালন করে পরিবারের উন্নয়নের কাজে লাগাতে হবে এগুলো লালন পালন করে সন্তানদের পড়াশোনার অগ্রগতি বাড়াতে হবে এগুলো লালন-পালন করে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে হবে।
সোমবার ১০ নভেম্বর দুপুর ১২টায় প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রানি সম্পদ ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা চত্বরে আনুষ্ঠানিক ভাবে ১৯৬ টি পরিবারের মাঝে এ ছাগল বিতরণ করা হয়।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সারওয়ার হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিব্বুল ইসলাম আনসার ভিডিপি কর্মকর্তা রিতা রায় ভেটেরিনারি সার্জন ডাঃ সজিব হাওলাদার উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ রাশেদা আক্তারসহ সংশ্লিষ্ট দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকার-ভোগীদের উদ্যেশ্যে বলেন প্রানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা যে ছাগলগুলো আপনাদের হাতে তুলে দিয়েছি এগুলোকে লালন পালন করে পরিবারের উন্নয়নের কাজে লাগাতে হবে এগুলো লালন পালন করে সন্তানদের পড়াশোনার অগ্রগতি বাড়াতে হবে এগুলো লালন-পালন করে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সারওয়ার হোসেন বলেন সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা ১৯৬-টি উপকারভোগী পরিবারের মাঝে মোট ৩৯২টি ছাগল বিতরণ ও ছাগল রাখা ঘর নির্মাণের সামগ্রী এবং ২৫ কেজি করে ছাগলের খাদ্য দিচ্ছি আসা করছি তাঁরা এগুলো লালন পালন করে পরিবারে সচ্ছলতা ফিরে নিয়ে আসবে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল