Monday , 10 November 2025

উঠান বৈঠক অনুষ্ঠিত: জামতৈল স্কুল মাঠে নেতৃত্ব ও ঐক্যের বার্তা

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১ নং ধামাই নগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জামতৈল স্কুল মাঠে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল সালাম। বৈঠকের শুরুতে পবিত্র কোরআন থেকে সূরা পাঠ এবং গীতা পাঠের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির প্রতীকী সূচনা করা হয়।

 

ঐক্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, “সংগঠনের শক্তি জনগণের শক্তি। মানুষের পাশে থাকলেই জনসমর্থন গড়ে ওঠে।” শান্তিপূর্ণ পরিবেশে মতবিনিময় শেষে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ শামসুল ইসলাম। তিনি বলেন, “গণতান্ত্রিক অধিকার আদায়ে সংগঠনের ঐক্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। প্রত্যেক নেতাকর্মীকে এলাকায় মানুষের পাশে থাকতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

মোঃ রমজান আলী, সাবেক সভাপতি, ১ নং ধামাই নগর ইউনিয়ন বিএনপি, মোঃ আব্দুল আলিম, সাবেক সাধারণ সম্পাদক, সলঙ্গা থানা বিএনপি, কাজিমুদ্দিন (কাজী), সিনিয়র সহ-সভাপতি, ইউনিয়ন বিএনপি, আলহাজ্ব মোঃ ইমতিয়াজ খোকন, সাবেক সহ-সভাপতি, রায়গঞ্জ উপজেলা বিএনপি, আবু বক্কর সিদ্দিক, সভাপতি, ধামাই নগর ইউনিয়ন মৎস্য দল, মোঃ মোতালেব হোসেন, ছাত্রনেতা, ধামাই নগর ইউনিয়ন সুভাষ চন্দ্র মাহাতো, বিএনপির সক্রিয় নেতাকর্মী।

এছাড়াও উপস্থিত ছিলেন: নবীর উদ্দিন (নবীর), ১ নং ধামাই নগর ইউনিয়ন বিএনপি, মোঃ রাজু হোসেন (রিপন), সাংগঠনিক সম্পাদক, ১ নং ধামাই নগর ইউনিয়ন বিএনপি, আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক, ২ নং ওয়ার্ড বিএনপি, এছাড়াও বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তব্যে নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, “সংগঠনের শক্তি জনগণের শক্তি। মানুষের পাশে থাকলেই জনসমর্থন গড়ে ওঠে।” শান্তিপূর্ণ পরিবেশে মতবিনিময় শেষে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

Check Also

পাংশায় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শরীফ কায়কোবাদের স্মরণ সভা অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলার পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের উপদেষ্টা, …