Thursday , 13 November 2025

উল্লাপাড়ায় চৌকিদাহ ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চৌকিদাহ ব্রিজ এলাকা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১২ নভেম্বর বুধবার সকালে ঢাকা–পাবনা মহাসড়কের চৌকিদাহ ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

তিনি আরও বলেন, নিহতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরাদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করতে হবে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তিনি আরও বলেন, নিহতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরাদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করতে হবে।

Check Also

রায়গঞ্জে নিহত ২ কৃষকদল নেতার পরিবারের পাশে দাঁড়ালেন নারী নেত্রী শিল্পপতি রুহী আফজাল

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ (ম ঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫.)। গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব …