॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
আ জ শনিবার সকাল ৮-৩০ মিনিটে খুলনা-মোংলা মহাসড়কের আপাবাড়ি এলাকায় ইপিজেডের শ্রমিক বহনকারী একটি পরিবহন দুর্ঘটনার কবলে পড়ে। এতে অনেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয়রা।
প্রতিদিন বিপুল সংখ্যক শ্রমিক এ সড়ক দিয়ে মোংলা ইপিজেড সহ শিল্পাঞ্চল এলাকায় যাতায়াত করে, তাই এই রুটে নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মনে করে যাত্রী সহ স্থানীয়রা,
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেয়। আহতদের তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়েছে বলে জানা গেছে। আহতদের পরিচয় এবং সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। তবে বাসটির চাকা বাস্ট সহ সামনের অংশ গাছের সাথে লেগে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে, গাড়ির নিয়ন্ত্রণ হারানোর ফলে বা চাকা বাস্ট হয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে। সড়কের ওই অংশে অতিরিক্ত গতিতে চলাচল ও ভারী যানবাহনের চাপের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল কিছু সময়ের জন্য বাধাগ্রস্ত হয়। দুর্ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
স্থানীয়দের মতে, প্রতিদিন বিপুল সংখ্যক শ্রমিক এ সড়ক দিয়ে মোংলা ইপিজেড সহ শিল্পাঞ্চল এলাকায় যাতায়াত করে, তাই এই রুটে নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মনে করে যাত্রী সহ স্থানীয়রা, এ ঘটনায় শ্রমিকদের পরিবার ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল