Wednesday , 31 December 2025

পাংশার পারনারায়নপুর হালদার পাড়ায় প্রথমবারের মতো মহানাম যজ্ঞানুষ্ঠান

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা পৌরসভার পারনারায়নপুর হালদার পাড়া মহানামযজ্ঞ কমিটির উদ্যোগে প্রথমবারের মতো দেশ মাতৃকা ও বিশ^ জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান চলছে। গত ১৩ নভেম্বর সন্ধ্যায় শ্রীমদ্ভগবদ পাঠ এবং মহানামযজ্ঞের শুভ অধিবাস হয়।

সনাতন ধর্মের বহু নারী-পুরুষ ভক্তবৃন্দ মহানাম যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হয়ে মহানাম সংকীর্তন উপভোগ করছেন। ভক্তবৃন্দের মাঝে দিনে রাতে বিরতিহীনভাবে প্রসাদ বিতরণ চলছে।

১৪ নভেম্বর থেকে মহানাম সংকীর্তন শুরু হয়েছে। ১৬ নভেম্বর পর্যন্ত মহানাম সংকীর্তন চলবে। ১৭ নভেম্বর অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশিত হবে।
মহানাম সংকীর্তন পরিবেশন করছে খুলনার নিত্যানন্দ সম্প্রদায়, গোপালগঞ্জের শ্রী নন্দন সম্প্রদায় ও দিপুশ্রী সম্প্রদায়, সাতক্ষীরার স্বর্গসুধা সম্প্রদায়, পাংশার শিব মন্দির সম্প্রদায়, যোগমায়া সম্প্রদায় ও হরিসভা সম্প্রদায়।

অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবে বগুড়ার মেঘমালা সম্প্রদায়, নওগার রাই কিশোরী সম্প্রদায় ও পাংশার সুকদেব অধিকারী সম্প্রদায়।
শনিবার (১৫ নভেম্বর) বিকালে বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার সাহা (কার্তিক সাহা) ও পাংশা আইডিয়াল গার্লস কলেজের সহকারী অধ্যাপক লিটন কুমার বিশ^াসসহ সনাতন ধর্মের বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিরা মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন। মহানামযজ্ঞ কমিটির সভাপতি নগেন হালদার, সহ-সভাপতি জগদীশ হালদার, সাধারণ সম্পাদক অনিল বিশ^াস ও সহ-সাধারণ সম্পাদক নিখিল সরকারসহ কমিটির নেতৃবৃন্দ বিশিষ্টজনের অভ্যর্ত্থনা জানান। সনাতন ধর্মের বহু নারী-পুরুষ ভক্তবৃন্দ মহানাম যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হয়ে মহানাম সংকীর্তন উপভোগ করছেন। ভক্তবৃন্দের মাঝে দিনে রাতে বিরতিহীনভাবে প্রসাদ বিতরণ চলছে।

প্রথমবারের মতো আয়োজিত মহানাম যজ্ঞানুষ্ঠানে বহু নারী-পুরুষ ভক্তবৃন্দের উপস্থিত হওয়ায় আয়োজক কমিটি সন্তোষ প্রকাশ করেন। একই দিনে প্রতি বছর মহানাম যজ্ঞানুষ্ঠান করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Check Also

সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে চলছে শোক ও স্বাক্ষর কর্মসূচি

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ তি নবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩০ …