Saturday , 15 November 2025

জামায়াতে ইসলামী দলকে যদি ক্ষমতায় ক্ষমতায় বসানো হয় তাহলে আমরা খাদেম হবো, শাসক হবো না।

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর পৌর শাখার আয়োজনে শনিবার বিকেলে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ মাঠে এ ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়।

আসুন আমরা সমাজের পরিবর্তন আনার জন্য কাজ করি। এই দেশ ও জাতিকে ভাল কিছু উপহার দিতে গেলে ভাল মানুষের প্রয়োজন। ভাল মানুষ ছাড়া কোন ৬ দফা ৯ দফা ও ৩১ দফা দিয়ে কাজ হবেনা। আসুন ভাল মানুষের সমাজ কায়েক করার জন্য, ভাল আদর্শের সমাজ কায়েক করার জন্য আমরা কাজ করি।

এ ওলামা সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাগেরহাট জেলা নায়েবে আমির ও বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) সংসদ সদস্য পদপ্রার্থী এ্যডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ বলেন, আগামীতে যদি জামায়াতে ইসলামীকে মানুষ ক্ষমতায় বসায়, ভোট দিয়ে ক্ষমতায় আনে খাদেম হিসেবে তারা দায়িত্ব পালন করবে।

আমাদের যদি ক্ষমতায় ক্ষমতায় বসানো হয় তাহলে আমরা খাদেম হবো, শাসক হবো না। আমরা সরকারের কোন সম্পদ ও সুযোগ-সুবিধা নেব না। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো। আসুন আমরা সমাজের পরিবর্তন আনার জন্য কাজ করি। এই দেশ ও জাতিকে ভাল কিছু উপহার দিতে গেলে ভাল মানুষের প্রয়োজন। ভাল মানুষ ছাড়া কোন ৬ দফা ৯ দফা ও ৩১ দফা দিয়ে কাজ হবেনা। আসুন ভাল মানুষের সমাজ কায়েক করার জন্য, ভাল আদর্শের সমাজ কায়েক করার জন্য আমরা কাজ করি।

এ ওলামা সম্মেলন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, বাগেরহাট জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ আলতাফ হুসাইন, জামায়াতের ওলামা বিভাগের মোংলা উপজেলা শাখা সভাপতি মাওলানা আব্দুল রহমান ও জামায়াতে ইসলামী মোংলা পৌর শাখা আমির এম,এ বারী।

Check Also

চিকিৎসা শেষে বাসার উদ্যেশে রওয়ানা দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ‎

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ অ ‎সুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন …